
রাশিয়া থেকে ব্যাবসা গুটিয়ে নেওয়াদের
সম্পদ গুটিয়ে কর্মীদের দেয়া হবে বলে বিবিসিকে বলেছে
পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি প্রতিষ্ঠানের সম্পদ জব্দের হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার রুশ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই হুমকি দেন বলে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন (পুচিন) - রাশিয়ায় কার্যক্রম গুটিয়ে নেওয়া বিদেশি কোম্পানি গুলোর সম্পদ রুশ সরকার জব্দ করতে পারে। কারণ -
রাশিয়া তাদের উৎপাদন সুবিধাগুলো বন্ধ করে দিয়ে ‘ওই প্রতিষ্ঠানগুলোতে (যারা কাজ করতো তাদের সহায়তার জন্য ) যারা করতে ইচ্ছুক তাদের হাতে তুলে দিতে পারে’।
নিষেধাজ্ঞা দিতে গিয়ে বাজেয়াপ্ততে পড়েছে পশ্চিমা টেলেন্ট (যদিও রাশিয়াও পশ্চিমের)
এখনো নিশ্চিত নয় তবে করেও ফেলতে পারে রাশিয়া। ,কথায় কথায় হুমকি আর কত !?
বেকার কর্মীদের উপকার হবে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



