
নামের আগে মাননীয় লেখার নিয়ম থাকুক বা না থাকুক ,
মাননীয় মুজিবের বেটি বা মাননীয় আওয়ামলীগ সভাপতি বলেই সম্মোধন করছি -
মাননীয় সরকার প্রধান ,আপনি কি ঘোষণা দিয়েছিলেন সেটা মুখ বিষয় নয় ,বেশির ভাগ মানুষ তা শুনতেও যায় না ,বাধ্য হয়ে শুনে।
তবে আপনার কাজ দেখে "শতভাগ বিদ্যুতায়নের নিশ্চয়তা বুঝে পেয়ে" আমরা অত্যন্ত আনন্দিত।
কল্পনাতেও বাংলাদেশ কখনো ভাবেনি কাজটি সম্ভব ,বিশেষ করে চোর আমলা তন্ত্রে।
আপনাকে অভিবাদন জানিয়ে ছোট করবোনা ,বা অভিবাদন জানানোর যোগ্যতাও এই চাটুকার জনতার নেই।
সংবাদ টি ছিল -
গতকাল পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন,ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘর আলোকিত করব। প্রতিটি মানুষ আলোকিত হবে। আলোর পথে আমরা যাত্রা শুরু করেছি। আজকের দিনটা সেই আলোর পথে যাত্রা যে সফল হয়েছে সেই দিন।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




