
প্রথমেই চাটার দলের (বঙ্গবন্ধু বলেছিলেন ) একজন হিসাবে বলতে চাই ,যেহেতু আপনি বলেছেন -কোনো একটি দেশ ,আমাদের RAB এর বিরুদ্ধে অভিযোগ করে গর্হিত কাজ করেছে ,তাই সবিনয়ে আমরা তাদের সাহায্য নেয়া বন্ধ করে দেই। তারা বৃহৎ শক্তি তাই কঠিন কথা না বলে, বিনীত ভাবেই বলা ভালো। এবং এই প্রশ্ন টিও ইন্ডিমিনিটি আইনের মত বিল পাশ করিয়ে রাখুন ,"ভবিশ্বতে কেউ যেন RAB বিষয়ে কোনো অভিযোগ না তুলে " .আপনি/আপনার পরিবার ক্ষমতায় থাকুন বা না থাকুন।
কথাগুলি বলার কারণ -
RAB ও তার প্রধানের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা বা
কালোতালিকা ভুক্তে করেছে , সেই বিষয়ে বিডি প্রধানমন্ত্রী আজ বলেছেন -
র্যাব সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে র্যাব। কিন্তু এ বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে বিনা দোষে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি।
শেখ হাসিনা আরো বলেন, আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু র্যাব সদস্যদের বিরুদ্ধে যারা স্যাংকশন দিল, তাদের দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে আমেরিকায় এই ব্যবস্থা নেই। তারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে। ওইসব অপরাধীদের দেশে ফেরাতে বারবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, র্যাব জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। ইত্যাদি ইত্যাদি
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




