
একটি পরিবারের সবাই জন্মসূত্রে মুছলিম। যদিও ঠিক মতো ধর্ম পালন করেনা সবাই ,তবে বিশ্বাসে অটল। এখানেই কেউ একজন ধর্মে অবিশ্বাসী সুযোগ পেলেই ধর্ম নিয়ে অবজ্ঞা দেখায় এবং গায়ে পরে নিজের জ্ঞান জাহিরে তৎপর হয়। পরিবারে/সমাজে/কর্মস্থানে যেমন -
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)আমি সৃষ্টি কর্তায় বা ইসলাম মানি না(নাউজুবিল্লাহ)
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )-আপনি না মানলে নাই ,কেউতো আপনাকে কিছু জিজ্ঞাসা করেনি।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)-আপনারা যে কথায় কথায় নাউযুবিল্লাহ ,আলহামদুলিল্লাহ..... বলেন ,শব্দগুলি কি আপনাদের কিছু দিয়েছে ?
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )-এটা আমার বাক স্বাধীনতা ,আমি বললে আপনার সমস্যা হবার কথা নয়।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)- আধুনিক এ যুগে কেনো যে মানুষ সৃষ্টি কর্তা সৃষ্টি কর্তা করে ?
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )- বোকা বলেই হয়তো আল্লাহ আল্লাহ করে,আপনাদের মততো সবাই জিনিয়াস না।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)-এক্সজেটলি ,নিজের ক্ষমতার উপর যাদের ভরসা নেই ,তারাই ধর্ম ধর্ম করে ,আমরা নিজ ক্ষমতায় বিশ্বাসী ,ধর্মের প্রয়োজন নাই
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )- ও আচ্ছা ,সেটা আপনার বিষয় ,আপনি যা বুঝেন তাই আপনার জন্য। ভালো থাকবেন, আচ্ছালামুয়ালাইকুম ।
(ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি)-হু হু বাই
(আল্লাহকে স্বীকার করা সাধারণ একজন )- নিজে নিজে প্রশ্ন করে :-
বিজ্ঞান কবে আবিষ্কার করবে !? নিজের ইচ্ছা মতো জন্ম নেয়া বা জন্ম দেয়া।
যেমন আমি( ধর্ম না মানা বিজ্ঞ ব্যাক্তি) ধনীর ঘরে জন্ম নেবো ,বা এবার আমরা( ধর্ম না মানা বিজ্ঞ দম্পতি) সবুজ চোখের ফর্সা/শ্যামলা/কালো গায়ের রঙের ,ছেলে/মেয়ে জন্ম দিবো .
...........
আমার মনে হয় বিধর্মীরা ইসলামের যে অপব্যাখ্যা করে ,তারচে কথিত জুব্বা মুছলিম বেশি অপব্যাখ্যায় বা তর্কে জড়ায়। কেউ ইসলাম মানিনা বললেই তার সাথে তর্কে জড়ানোর প্রয়োজন নাই। যার যার বিশ্বাস তার তার। তবে হা ,তাইবলে ইসলামকে অপমান বা বিকৃত করার অধিকার কারো নাই,সে যেই হোক। আল্লাহ আমাদের হেদায়েত করবেন ,ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




