
মাহরাম অর্থ হলো -
মাহরাম শব্দটি আরবী হারাম শব্দ থেকে এসেছে। ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায়, যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ।পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন ১৪ জন।
মূল সংবাদ :-(খবর আরব নিউজের)
পবিত্র ওমরাহ পালন করতে নারীদের আর পুরুষ অভিভাবকের প্রয়োজন হবে বলে না যে ঘোষণা দিয়েছিল,তা থেকে সরে এসেছে সৌদি আরব।
মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীদের কঠোর সমালোচনার পর সৌদি আরব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত পারিরর্তন করেছে, বলে মনে করা হচ্ছে ।
...........
সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান মিসরের একটি গণমাধ্যমকে বলেছেন-
এখন থেকে ৪৫ বছর বা ততোর্ধ্ব বয়সি নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সি নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে।
...........................
এর আগে সৌদি ঘোষণা করেছিল -
কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সি নারীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব।
.....................
আলহামদুলিল্লাহ ,মহান আল্লাহ আমাদের সঠিক পথে রাখবেন ইনশাআল্লাহ
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




