
ইউক্রেন ও শ্রীলংকার পরিস্থিতি ভিন্ন সেটা মানি ,চাহিদাও ভিন্ন। তবে দুই দেশের চাহিদাই মানবতার।বিশ্ব মোড়লরা সবসময় মানবতার কথা বলেই অরাজগতা করে ,তার একটি বড়ো উদাহরণ ও প্রমান ইউক্রেন ও শ্রীলংকা।
মোড়লরা যুদ্ধকে বাঁচিয়ে রাখতে কে কত সামরিক সরঞ্জাম দিবে ও দিচ্ছে তার প্রতিযোগিতায় নেমেছে। অথচ !?
নিজেরাই দেখে নেই --অভাব,চাহিদা ও যোগান
ইউক্রেনের অভাব চাহিদা ও যোগান :-(ন্যাটো থেকে পাচ্ছে )
জেলেনস্কি বিশ্বের কাছে বা ন্যাটো ভুক্ত দেশগুলি,যেমন:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা এবং লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদার কাছে সাহায্য চায় মিসাইল ,যুদ্ধ বিমান,অর্থ ,গোলাবারুদ। ......ইত্যাদি
শ্রীলংকার অভাব চাহিদা ও যোগান :-(ন্যাটো জানেইনা অভাবের ভয়াবহতা)
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। নগদ অর্থ স্বল্পতার কারণে বিভিন্ন জরুরি পণ্য আমদানিতে সমস্যায় পড়ছে কলম্বো।
অভাব ও চাহিদা শ্রীলংকার
কাগজের তীব্র সংকটের কারণে শ্রীলংকার ওয়েস্টার্ন প্রভিন্সের সব স্কুলের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ সোমবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কাগজ ও কালি আমদানি করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
................
সাইলন ইলেকট্রিসি বোর্ডের মজুত জ্বালানি শেষ হওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে সে দেশটি।
..........................
অভাবের মধ্যে রয়েছে চাল, তেল ও ওষুধ
অনেকেই বলতে পারেন -শ্রীলংকায় ,শ্রীলংকার সরকার আছে, তারাই সব করবে ,বাইরে থেকে মাতব্বরের দরকার নাই। ইটা মেনে নিলেও বলা যায় :-
মাতব্বরি না করলেন ,ঋণ না দিলেন ,সাহায্যের খাদ্য ,জ্বালানি ,কাগজ। ..তো দিতে পারেন
ইউক্রেন,হত্যার অস্র পায় / শ্রীলংকা,বাঁচার খাদ্য পায়না !!
মানবতার সংজ্ঞা অবস্থান ভেদে পরিবর্তনশীল
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




