
শুরু হয়ে গেছে সিলেট ও আশেপাশের অঞ্চলের বাঁধ ভাঙার সিজন। প্রতি বছরের মতো এবার নিয়মিত শুরু হয়েছে বাঁধ ভাঙা। প্রথমে কৃষকেরা বাঁধ দেয়ার জন্য আন্দোলন করেন ,পরে প্রশাসনও ব্যাবসায়ীরা বাঁধ দেন ,এবং একটা নির্দিষ্ট দিনে ,নিয়মিত ভাবে বাঁধগুলি ভেঙে যায়। (ব্যাতিক্রম আছে ,তা সামান্য ) , অর্থাৎ -
"বাঁধ দিয়ে বা বাঁধ ভেঙে হলেও ফসল তারা(সরকার নয় ,প্রশাসন ও ব্যাবসায়ী ) নষ্ট করবেই।টেকসই কিছু নেই সব সিজনাল।
সংবাদ টি হলো -
টাংনির হাওরের বাঁধ রক্ষায় লড়ে যাচ্ছেন কৃষকরা
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনির হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে জারুলিয়া খেয়াঘাট সংলগ্ন ফসলরক্ষা বাঁধ ঢলের পানির চাপে ভেঙে যায়।
বাঁধটি ভেঙে যাওয়ায় তলিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে হাওরের ১৮০০ হেক্টর জমির বোরো ফসল। এর পর থেকে বাঁধটি মেরামতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় কৃষকরা।
একটি হিসাব -
একজন লোকের বছরে কত কেজি চাল লাগে ,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, বাংলাদেশে মাথাপিছু দৈনিক চাল খাওয়ার পরিমাণ ৪১৬ গ্রাম। এ হিসাবে বার্ষিক জনপ্রতি চালের ব্যবহার ১৫২ কেজি।
বাঁধ ভাঙার কারণে কত জন লোকের ১ বছরের চাল নষ্ট হলো ?
বাঁধ ভাঙার কারণে ১৮০০০হেক্টর জমির ফসল নষ্ট হলো - কৃষকের মাথায় হাত সেটা যেমন গুরুত্ব পূর্ণ, উৎপাদনেও তার প্রভাব আছে ,
একটি সহজ হিসাব :-
এক মন ধানে কত মন চাল হয়
২৫ কেজি চাল হয়
১ বিঘা জমিতে ১২ মন ধান হয়
৩০০ কেজি চাল হয় এক বিঘা জমিতে
এক হেক্টর কত চাল হয়
১ হেক্টর = ৭.৪৭ বিঘা তাহলে দেখুন। তাহলে সাধারন অংকে ৭.৪৭*১২ = ৮৯.৬৪ ধরুন।মন চাল হয়
১৮০০০ হেক্টর , ১৩৪৪৩০ বিঘা
১৩৪৪৩০ বিঘায় চাল হয় ৩৩৬১৫০০ মন.
১৩৪৪৬০০০০ কেজি
৮৮৪৬০৫ জন এর এক বছরের চাল
অর্থাৎ ৮৮৪৬০৫ জন কৃষকের ১ বছরের বা ৩৬৫ দিনের ভাত ভাসিয়ে নিয়ে গেলো বা ভাসিয়ে দিলো প্রশাসন ও ব্যাবসায়ী সিন্ডিকেট চক্র
(হিসাবে কিছু ভুল হতে পারে ,তবে মূল বিষয়টা এমনই )
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




