
কয়লা আপন মহিমায় উজ্জ্বল।কয়লা যতই ধুই ,কয়লা কয়লাই থাকে ,অপচয় হয় পানির ও শ্রমের। এক সময় এই কয়লা বিশ্ব নিয়ন্ত্রণ করেছে ,এখনো এই কয়লা বিরিয়ানির দম দেয়া ,শিক কাবাব থেকে শুরু করে আমাদের ঘরে বিদ্যুৎ হয়ে আশীর্বাদ দিচ্ছে । (ভূমিকা ঠিক হলো কি না বুঝতে পারলামনা )
বাড়তি ভূমিকা দেয়ার কারণ হলো :-
আমরা যেকোনো ধর্মীয় বিষয়ে পোস্ট করি , খবরের শিরোনাম পড়ে বা শিরোনামের পক্ষ/বিপক্ষে ,অথচ শিরোনাম ও মূল সংবাদ বিপরীত মুখীও হতে পারে তা ভাবিনা বা পড়িনা। যেমন:-
গতকাল একটি সংবাদের শিরোনাম
"নামাজ নিয়ে ছাত্রীদের তুলকামাল টিএসসিতে "
মূল বেপারটি বুঝলোনা ,পড়লোনা শুরু হয়ে গেলো ধর্মের পক্ষে /বিপক্ষে বা নারীর বিপক্ষে অবস্থান নেয়া।
আসলে মূল ঘটনাটি ছিল এমন যে :-
নামাজ পড়ার জন্য যদি ছাত্রদের/পুরুষের জন্য ব্যবস্থা করা হয় ,তাহলে ছাত্রী /নারীদের ব্যবস্থা কেন করা হয় না। ছাত্রীদের/নারীদের নামাজ পড়ার অধিকার বা অদেষ্ট আল্লাহর আইন।
মেয়েরা প্রথমে
১) ছেলেদের নামাজের স্থানের এক পাশে পর্দা দিয়ে ছাত্রীরা তাদের জন্য নামাজের স্থান তৈরি করে নেন।
২) পরে টিএসসির পরিচালক সৈয়দ আলী আকবরসহ অন্য কর্মকর্তারা ছাত্রীদের নামাজ পড়তে বাধা দেন।
৩) বিষয়টি নিয়ে সেসময় উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা বলছেন, টিএসসিতে ছেলেদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই।কেন নেই ? দুপুরের পর ছেলেদের নামাজের জন্য নির্ধারিত স্থানের এক পাশে সালাত আদায় করেন ছাত্রীরা।
অর্থাৎ ছাত্রীরা বলছেন :- যেহেতু ছেলেদের নামাজের স্থানের ব্যবস্থা করা হয় তাহলে তার এক পাশে পর্দা দিয়ে ছাত্রীদের জন্যও নামাজের ব্যবস্থা করা হোক।
অযৌতিক দাবি নয় দাবি যৌক্তিক
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




