হলমার্ক ৪ হাজার কোটি টাকা জালিয়াতি করে মেরে দেয়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
সুরঞ্জিতের গাড়িতে কাল বিড়াল থুক্কু ৮০ লাখ টাকা পাওয়া যায়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
পা্থর বাপেরা হাজার হাজার টন চিনি-গম চুরি করে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
তারেক-কোকোরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
দেশ থেকে ভর্তি ভর্তি ব্রিফকেস যায়, আসে খালি হয়ে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
দেশের তথাকথিত দেশপ্রেমিকরা দুর্নীতি করে সার্টিফিকেট পায়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
রানা প্লাজা-তাজরীন ফ্যাশনের মালিকেরা শ্রমিকের রক্তচোষা টাকায় মৌজ-মাস্তি করে, দেশ-বিদেশে ঘুরে, হাজারে হাজারে মানুষ মারে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
বড় বড় সাহেবরা লাখ-কোটি টাকার কম ঘুষ খায় না, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
রাজনৈতিক দলের দালালেরা ক্ষমতার জোরে জনগণকে চষে খায়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!
আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে, টাকা খাইছে, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, আমরা অনেক কিছুই মনে করি, মনে অনেক কষ্টও পাইছি। কারণ আমরা আশরাফুলকে ভালবাসি। ক্রিকেট আমাদের অতি আধরের ধন। আশরাফুলের সুখে আমরা হাসি, দুঃখে কাঁদি। আশরাফুলদের আমরা বড্ড আপন এবং বিশ্বাস করি। তাই আশরাফুলরা কষ্ট দিলে, বিশ্বাস ভেঙে দিলে, ক্রিকেটকে কলংকিত করলে আমরা তা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আর ঐসব রাজনীতিবিদ-ব্যবসায়ীদের আমরা সবসময়ই চুদির ভাই মনে করি। চুদির ভাইদের কাছ থেকে আমরা ওসব থেকে বেশি আশাও করি না। তাইতো ওদের কোন কিছুতে আমাদের কোন ভাবান্তর হয় না।
আশরাফুল, তুমি অপরাধ করেছো। অপরাধের শাস্তি তোমায় পেতেই হবে। শাস্তি ভোগ করে তুমি শুদ্ধ হয়ে ফিরো এসো। আমরা অশুদ্ধ আশরাফুলকে চিনি না, চিনতেও চাই না। আমরা চাই আশরাফুল মাখলুকাতের মতো শুদ্ধ-পবিত্র আশরাফুলকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




