শনি গ্রহ
মনে করা হয় সূর্য পরিবারের সমস্তগ্রহগুলির মাঝে সবচেয়ে দৃষ্টিনন্দন গ্রহ এই শনি। আমরা সকলেই জানি শনিগ্রহের বলয় বা রিং এর কথা। এই বলয় বা রিং এর জন্যই শনির এই মহনীয় রূপ। আজ যে কারণে শনির কথা উঠলো তাই বরং বলি এখন।
সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে তার গ্রহগুলি সর্বদাই তাদের নিজের অবস্থা পরিবর্তন করছে। এই অবস্থা পরিবর্তনের ফলে মাঝে মাঝে এমন একটি অবস্থায় এসে যায় যখন পৃথিবী থেকে কোনো একটি গ্রহ বা অন্য কোনো খ-বস্ত খুব ভালো ভাবে দেখা যায়। যেমন কিছু দিন আগেই দেখা গিয়েছিলো সুপারমনু। সেই সময় আমি “চাঁদ দেখার আযোজন” করে ছিলাম। এবার আবার শনি গ্রহ এমন একটি অবস্থানে এসেছে, যাতে পৃথিবী থেকে তাকে খুব সুন্দর দেখা যাবে। গত ৪ এপ্রিল থেকে এই সুযোগ শুরু হয়েছে। আরো ভালো ভাবে বলতে গেলে শনি গ্রহটি প্রতি ৩৭৮.১ দিন পরপর সুর্যের বিপরীত দিকে অবস্থান করায় পূর্ব দিগন্তে খালি চোখে দেখার সুযোগ তৈরি হয়। গত বছর এই ঘটনা ঘটেছিলো ২২শে মার্চ আর আগামী ২০১২ সালে ঘটবে ১৫ই এপ্রিল এবং ২০১৩ সালে হবে ২৮শে এপ্রিল।
আকাশে মেঘের দল হামলা চালাচ্ছে কদিন যাবতই, তাই গতকাল দেখার সুযোগ হয়নি। আজও আকাশের মুখ ভার, তাই একটু পরিস্কার হলে আজ রাতে একবার চেষ্ঠা করবো। যদিও ১৪৪মি.মি. টেলিস্কোপে খুব একটা সুন্দর দেখা যাবে না, একটি ছোটো আলোক বিন্দু ছাড়া।
তবে আপনারা চাইলে খালি চোখেই দেখতে পারবেন। খুব সহজেই খুঁজে পাবেন শনিকে Virgo বা কন্যা রাশিতে। যারা কন্যারাশি চিনেন তারা কন্যারাশির সবচেয়ে উচ্চল তারা চিত্রা বা Spica তারা একটু উপরেই উজ্জ্বল শনি গ্রহকে খুঁজে পাবেন।
আর যারা কন্যারাশি চিনেন না তাদের জন্য একটি গাইড লাইন-
প্রথমে উত্তর দিকে মুখ করে তাকান। একটু ডান দিকে একটু উপরের দিকে দেখতে পাবেন Ursa Major বা বৃহৎ ভালুক মন্ডলের অন্তগত সপ্তর্সী মণ্ডল। এটি ভালুকের লেজে। সপ্তর্সী মণ্ডলের শেষের ৪টি তারাকে অর্ধবৃত্ত আকারে বাড়িয়ে নিন নিচের দিকের Bootes বুটিস মণ্ডলের উজ্জ্বল তারা স্বাতী বা Arcturus পর্যন্ত। এবার এই বৃত্তচাপটিক আরো বাড়িয়ে নিলে পৌছে যাবেন Virgo hf কন্যারাশির Spica চিত্রা তারাতে। এবার চিত্রার একটু উপরেই দেখতে পাবেন শনি গ্রহটিকে। নিচে তিনটি ছবির মাধ্যমে বুঝানোর চেষ্ঠা করা হলো। তারপরও যদি কেউ খুঁজে না পান তাহলে আমার মোবাইল নাম্বারে ফোন করতে পারেন- ০১৭১০৫৬২৮৪৮। (ঢাকার আকাশ মেঘমুক্ত থাকা স্বাপেক্ষে)
০১।
দৃশ্যপটের সবগুলি তারামণ্ডরের কালপনিক রেখা ও নামসহ উজ্জ্বল তারাগুলির নামও দেয়া আছে। আমাদের আলচ্য বুটিস আর কন্যা রাশিকে দেখতে পাবেন ছবির বাম দিকে।
০২।
এবার শুধু উজ্জ্বল তারা ও শনিগ্রহকে দেকানো হলো।
০৩।
এই ছবিতে দেখতে পাচ্ছেন কি করে শনিকে খুঁজে বের করবেন।
আলোচিত ব্লগ
লা ইলাহা ইল্লাল্লাহ্
যেহেতু জন্মসূত্রে মা বাবার কাছ থেকে ধর্ম হিসেবে ইসলাম পেয়েছেন তাই হয়তো নিজেকে মুসলিম হিসেবেই পরিচয় দিয়ে থাকেন কিংবা কোন কারণে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আপনি কী মনে... ...বাকিটুকু পড়ুন
তোমাকে আমার ভাল্লাগে না X#(
তোমাকে আমার ভাল্লাগেনা
এক্কেবারেই ভাল্লাগে না,
দেখলে পরে নামটা তোমার
বিরক্তিতে কুচকে কপাল
চোখটা ফেরাই অন্যদিকে।
কি অসহ্য তোমার নামে,
গা জ্বলে যায় বোকামীতে,
বোকার মতন বকবকানী,
গাঁক গাঁক গাঁক গকগকানী।
যাচ্ছো করেই কবে থেকেই!
লজ্জা... ...বাকিটুকু পড়ুন
ড: ইউনুস কি কাজের থেকে কথা বেশী বলছেন?
ড: ইউনস অবশ্যই কাজের থেকে কথা বেশী বলছেন, ইহা শেখ হাসিনা সিনড্রম; তিনি এই ধরণের ১টি পদ বরাবরই চেয়ে আসছিলেন ; এতদিন পরে, ৮৪ বছর বয়সে পেয়ে... ...বাকিটুকু পড়ুন
বেকুব জাতি ড. মুহম্মদ ইউনূসের বক্তব্য বুঝতে পারল না
বেকুব জাতি ড. মুহম্মদ ইউনূসের বক্তব্য বুঝতে পারল না। তার অফিস থেকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হল! এই ব্যাখ্যা পেয়ে আমরা ধন্য! কত গভীর একটা ভাব প্রকাশ করলেন অথচ তার সাক্ষাতকার... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা পরবর্তী দেশ শাসনে সবচেয়ে যোগ্যব্যক্তি কি তারেক রহমান?
আমরা যেহেতু ভোট দিতে চাই, সেহেতু ভোট দেওয়ার লোকতো আগে থেকেই খুঁজে রাখা দরকার। আমার জামাইয়ের মতে শেখ হাসিনা পরবর্তী দেশ শাসনে সবচেয়ে যোগ্যব্যক্তি তারেক রহমান। কেউ তার... ...বাকিটুকু পড়ুন