কদমরসুল দরগা ভ্রমণ চিত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নারায়ণগঞ্জের আর একটি চমৎকার যায়গা হচ্ছে কদমরসুল দরগা। নারায়ণগঞ্জ শহরের বিপরীত দিকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে নবীগঞ্জে অবস্থিত কদমরসুল দরগা। চমৎকার এই দরগাটিতে রয়েছে আশ্চর্য একটি জিনিস। এখানে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর কদম মোবারকের ছাপ সংবলিত একটি পাথর রয়েছে। এর জন্যই দরগাহ এর নামকরণ হয়েছে কদমরসুল দরগাহ। একটি সুউচ্চ স্থানে কদম রসুল দরগাহ অবস্থিত।
চলুন তাহলে দেখে আসি কদমরসুল দরগা। নারায়ণগঞ্জ ভ্রমণের প্রথমাংশে আমরা দেখেছি হাজীগঞ্জ জলদুর্গ আর দ্বিতীয়াংশে দেখেছি [linkhttp://zizipoka.com/travel/1343|খেয়া ঘাট]। এই খেয়া খাট থেকেই নদীর অপর পারের কদমরসুল দরগা দেখতে পাওয়া যায়।
(নৌকো থেকে দেখা যাচ্ছে কদমরসুল দরগা।)
প্রথমেই খেয়া ঘাট থেকে একটি নৌকো নিয়ে শীতলক্ষ্যা পার হয়ে যান। অপর পারে গিয়ে হেঁটেই চলে যেতে পারেন কদমরসুল দরগায় বা রিক্সা নিলে ৫টাকা নিবে ভাড়া।
(এখানেই রিক্সা থেকে নেমে যেতে হবে।)
রিক্সা আপনাকে একেবারে দরগার গোঁড়ায় নিয়ে যাবে। সেখানে দেখতে পাবেন বিশাল উঁচু একটি প্রবেশ তরণ। চমৎকার কারুকাজ করা সুন্দর সুউচ্চ এই স্থাপনা দেখে মনে হবে একটি সুন্দর মসজিদ বা দরগা। আসলে এটি একটি প্রবেশ তোরণ। অনেকগুলি সিঁড়ি ডিঙ্গিয়ে আপনাকে উঠতে হবে আপনাকে উপরে। এই তোরণটি মোটামুটি পাঁচতালা দালানের উচ্চতার সমান। সিঁড়ি দিয়ে উঠার আগে জুতা খুলে হাতে নিয়ে নিতে ভুলবেন না।
(প্রবেশ তোরণ।)
তোরণ পার হয়ে ভীরতে ঢুকে দেখবেন উত্তর দিকে রয়েছে একটি মসজিদ আর দক্ষিণ দিকে আছে একটি কবরস্থান যেখানে রয়েছে ১৭টি পাকা কবর। এই দুইয়ের মাঝে আছে ছোট্ট একটি এক গম্বুজ বিশিষ্ট মাজার। এখানেই রয়েছে আশ্চর্য সেই মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর কদম মোবারকের ছাপ সংবলিত পাথরটি। বড়সড় একটি খড়ম আকৃতির একটি কালো পাথর এটি। এখানকার খাদেম বা হুজুরকে বললেই আপনাকে দেখাবে সেই কালো পাথরটি যেটাতে বেশ বড় একটি পায়ের ছাপ দেখা যাবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর কদম মোবারকের ছাপ। অবশ্য সত্যিই এটি মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর কদম মোবারকের ছাপ কিনা সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। আমাদের আলোচ্য বিষয় সেটি নয়। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তাই আমি কোন মতামত দিতে যাচ্ছি না। এখানে এই পাথরটি পানি বা গোলাপজলের মধ্যে চুবিয়ে রাখা হয়, আর দর্শনার্থীদের একটি গ্লাসে করে সেই পানিয় পানও করতে দেয়া হয়।
(ভিতর থেকে সামনে প্রবেশ তোরণ, ডানে মসজিদ আর বামে এক গম্বুজ বিশিষ্ট মাজার।)
(ভিতর থেকে প্রবেশ তোরণ।)
(এক গম্বুজ বিশিষ্ট মাজার, এটার ভেতরেই রয়েছে সেই আশ্চর্য কদমরসুল পাথরটি।)
(মাজারের ভেতরে কদমরসুল পাথরটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন দরগার প্রধান খাদেম।)
(কাছ থেকে কদমরসুল পাথর।)
আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে পাথরটির ছবি তুলতে দিবে কিনা!! অনেক মাজারেই দেখেছি ছবি তুলতে দয় না। এখানে অবশ্য বলতেই ছবি তুলতে দিলো। তাই টপাটপ কিছু ছবি তুলে নিলাম।
কবরস্থানের ভিতরে রয়েছে বিশার বড় কেটি কাঠ গোলাপের গাছ। বি-শা-ল ব-ড়..... এতো বড় কাঠ গোলাপের গাছ আমি আর কোথাও দেখিনি। সেই কাঠগোলাপের গাছের একটি ডালে দেখলাম কিছু মহিলা আজমির শরীফের লাল-হলুদ সুতো বাধছেন। অনেক সুতো বাঁধা আছে, আর বাঁধা চলছে। কোন একটা মনোবাসনা পূরণের নিয়ত করে এই সুতো বাঁধা হয়। তাদের বিশ্বাস এতে করে তাদের সেই মনোবাসনা পূরণ হয়ে যাবে। কত বিচিত্র মানুষের মন, তাই না!!
(বিশাল কাঠগোলাপ গাছ।)
(কাঠগোলাপ গাছের নিচে কবরস্থান।)
(কাঠগোলাপের এই ডাল টিতেই মহিলারা সুতা বাঁধেন, মানত করে।)
(একজন মহিলা সুতো বাঁধছেন।)
(কাছ থেকে সুতো বাঁধা কাঠগোলাপের সেই ডালটি।)
মনে রাখবেন, আরবি সনের ১২ই রবিউল আউয়াল তারিখ থেকে ১৫দিন ব্যাপী বিশাল এক মেলা বসে এখানে। এই কদমরসুল দরগার কাছেই আরেকটি মাজার রয়েছে, যেটি পাঞ্জাবী মাজার নামে পরিচিত।
কথিত আছে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মেরাজের রাত্রে বোরাকে উঠবার সময় বেশকিছু পাথরে তার পায়ের ছাপ পরে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি আছে জেরুজালেমে। তাছাড়া আর কিছু পাথর রয়েছে ইস্তাম্বুল, কায়রো এবং দামেস্কতেও। আমাদের বাংলাদেশেও এমন দুটি পাথর রয়েছে, যার একটি আছে চট্টগ্রামে আর অপরটি রয়েছে নবীগঞ্জ কদম রসুল দরগায়।
মির্জা নাথান ১৭শ শতকে রচিত তার বিখ্যাত "বাহির-স্থানই গায়েবী" বইটিতে সর্বপ্রথম নবীগঞ্জের এই পাথরটির কথা উল্লেখ করেন। সম্রাট অকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান সেনাপ্রধান মাসুম খান কাবুলি, পদচিহ্ন সংবলিত এ পাথরটি একজন আরব বণিকের কাছ থেকে কিনেছিলেন। তার অনেক পরে ঢাকার জমিদার গোলাম নবী ১৭৭৭-১৭৭৮ সালে নবীগঞ্জের একটি উঁচু স্থানে একটি এক গম্বুজ বিশিষ্ট দরগা নির্মাণ করে সেখানে পবিত্র সেই পাথরটি স্থাপন করেন। পরে কদম রসুল দরগার প্রধান ফটকটি গোলাম নবীর ছেলে গোলাম মুহাম্মদ ১৮০৫-১৮০৬ সালে নির্মাণ করেন।
(গোলাম মুহাম্মদ নির্মিত প্রবেশ তোরণ।)
(গোলাম মুহাম্মদ নির্মিত প্রবেশ তোরণ।)
(গোলাম মুহাম্মদ নির্মিত প্রবেশ তোরণ।)
(গোলাম মুহাম্মদ নির্মিত প্রবেশ তোরণ।)
(গোলাম মুহাম্মদ নির্মিত প্রবেশ তোরণ।)
সতর্কতাঃ
১। দরগার সামনের রাস্তায় অনেকেই দোকান সাজিয়ে বসেছে আগরবাতি, মোমবাতি, গোলাপজল, আতর, সুতা ইত্যাদি নিয়ে। চাইলে আপনি সেখান থেকে কিনতে পারেন, এতে কিনতেই হবে বা দরগায় এগুলি আপনাকে দিতেই হবে তা কিন্তু নয়।
২। জুতা খুলে মাজারে প্রবেশ করেতে হয়।
৩। জুতা খুলে অবশ্যই হাতে করে নিয়ে যাবেন। বাইরে রেখে গেলে ফিরে এসে নাও পেতে পারেন।
৪। ভেতরে প্রকাশ্য গঞ্জিকা সেবন হয়ে থাকে কখনো সখনো, মেলাতে অবশ্যই। তাই অপরিচিতদের সাতে না মেশাটাই ভালো সেখানে।
৫। কোন খাদেম বা অন্য কাউকে পাত্তা দেয়ার দরকার নেই, নিজের মত করে দেখে চলে আসুন। যায়গাটা নিরাপদ, অন্যান্য মাজারের মত টাউট বাটপারের ছড়াছড়ি নেই। তবুও সাবধান থাকতে কোন দোষ নেই।
পথের হদিস : ঢাকার যে কোন স্থান থেকে আপনাকে প্রথমে যেতে হবে, গুলিস্তান, যাত্রাবাড়ী বা কমলাপুর। গুলিস্তান বা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ যেতে পারবেন এসি বা ননএসি বাসে। আশিয়ান, বন্ধন, উৎসব, সেতু, আনন্দ ইত্যাদি পরিবহনের বাস। ভাড়া পরবে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। আর কমলাপুর থেকে যাবেন ট্রেনে, ভাড়া ১০ টাকার বেশি নয়। কম-বেশি ৪৫ মিনিটে পৌঁছে যাবেন ঢাকা থেকে ২২ কিলোমিটার দূরের নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ বাস বা ট্রেন স্টেশন থেকে ১৫ থেকে ১৮ টাকায় রিক্সা ভাড়া নিবে হাজীগঞ্জ কেল্লা/ফোর্ট (কেল্লা বা ফোর্ট না বললে ওরা চিনবে না)। ১০/১২ মিনিটেই পৌঁছে যাবেন হাজীগঞ্জ জলদুর্গের সামনে। এখানেই রয়েছে একটি খেয়া ঘাট। নৌকো নিয়ে শীতলক্ষ্যা পর হয়ে চলে আসেন পূর্ব পারে। এখান থেকে কয়েক মিনিটে হেঁটে বা রিক্সায়া ৫টাকা ভাড়ায় চলে আসুন কদমরসুল দরগা।
আগামী পর্বে দেখা হবে সোনাকান্দা দুর্গে, ততো দিন ভালো থাকবেন।
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
একুশ বছর
একুশ বছর—
সাত হাজার ছয়শত পঁয়ষট্টি রাত
আমি নির্ঘুম— চোখের নিচে কালো দাগ সাক্ষী।
আজও ভেসে ওঠে তোমার প্রিয় হাসিমুখ
আর কাজল কালো এণাক্ষী।
প্রথম যেদিন আমি, তোমার পানে চেয়েছি
তোমার দুচোখে আমি, আমার... ...বাকিটুকু পড়ুন
"বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী".....
"বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী".....
ভারতীয় উপমহাদেশ প্রায় ২০০ বছর বৃটিশদের অধীনে ছিলো। দীর্ঘ বৃটিশবিরোধী আন্দোলনে ১৯৪৭ সালে বৃটিশ শাসনের অবসান হলে আমরা পরাধীনতা থেকে মুক্তি পেলাম। আবার দুই যুগ... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশী হিন্দুরা কেন শক্তভাবে কথা বলতে পারছেনা?
বাংলাদেশের হিন্দুরা বলতে গেলে ৯৫ পার্সেন্ট আম্লিগকে ভোটি দেয় ইহা ধ্রুবসত্য। অনেকেই হয়তো দ্বিমত পোষণ করতে পারে সেটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তারা সবসময়ই ভাবে আম্লিগ তাদের রক্ষাকর্তা কিন্তু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। এক্ষেত্রে দু’দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক... ...বাকিটুকু পড়ুন
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত
বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো দেশের তালিকার শীর্ষস্থানে রয়েছে ভারত। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায়... ...বাকিটুকু পড়ুন