বিবাহ বাতিক ব্যাধি বাধাইয়া বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জী বাবুর বয়স বিবেচনা বিলুপ্ত। বৃদ্ধের বয়স বিবেচনায় বধূ বালিকাই বটে। বরিশালবাসী বিজয়-বিমলার বিবাহের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোবের ব্যাপারে বদ্ধপরিকর। বরিশালবাসীর বলিতেছেন- “বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জী ব্যাটা বজ্জাৎ, বেশরম, বিবেচনা বর্জিত, বেহুশ, বিবাহ বাতিকগ্রস্থ।” বিজয়-বিমলার বিবাহে বরিশাল বিক্ষোবে ব্যাতিব্যস্ত।
বরিশালবাসীর বক্তব্য – “বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জীবাবুর বেশী বয়সের বিবাহের বিপদ বছরান্তে বয়ে বেড়াবে বিমলা। বরিশালবাসী বিমলার বেহুদা বৃদ্ধ বিবাহের ব্যথায় ব্যথিত। বরিশালবাসী ব্যথিতের বেদন বুঝেন। বুঝেন বলিয়াই বালিকা বিমলার বিবাহে বরিশালবাসী বিচলিত।”
বৃদ্ধ বয়সে বিবাহ বাতিকগ্রস্ত বিজয় বাহাদুরের বিবাহের ব্যাপারে বড্ড বাড়াবাড়িতে বাংলাদেশীরাও বেশ বিচলিত। বাল্য বিবাহ বাংলাদেশের বিধি বিধানে বাতিল বলিয়া বিবেচ্য। বৃদ্ধের বালিকা বিবাহের বিষয়ও বিবেচনায় বাঁধে বলিয়া বিবেকবানেরা বলিতেছেন।
বর্তমান বাস্তবতায় বিবেগহীন বৃদ্ধের বালিকা বিবাহে বাংলাদেশের বাসিন্দাদের বোধ-বুদ্ধিতে বিপজ্জনক বিরুপ বিক্রিয়া বাধাইবে বলিয়া বোধহয়। বিজয়-বিমলার বিবাহ বাতিলের বিনীত বক্তব্য বিচারালয়ের বিজ্ঞ বিচারকের বিবেচনায় বিহিতের বাসনা বরিশালবাসীর। বিবাহ বাতিলের বিষয়টি বরিশালের বিচারালয়ের বিজ্ঞ বিচারকের বিশেষ বিবেচনায় বিচারাধীন।
বিবাহ বাতিলের বিরুদ্ধে বৃদ্ধ বিজয় বাহাদুর বাবুর বিশাল ব্যয়ে বিদেশী বড় ব্যারিষ্টার বিচারালয়ে বহাল। বিবাহ বাতিলের বিষয়ে বিনয়ী, বুদ্ধিমান, বহুভাষিক ব্যারিষ্টারের বিচক্ষণ বক্তব্য, বিমলার বয়ান বিবেচনায় বিচারকের বক্তব্যে বিলক্ষণ বুঝাযায় বিচারক বিজয়-বিমলার বিবাহ বহালের বার্তা বলিবেন। বিচারে বিজয় বাহাদুরের বিজয়ে বিবেকবানেরা বিচলিত।
বিমলার বিচারালয়ে বিপরীত বয়ানে বিক্ষুব্ধ বেদনাকাতর, বিবর্ণ, বিরস বরিশালবাসী বিচারালয় বর্জনে বাধ্য। বিজয়-বিমলার বিবাহবিচ্ছেদের বিচারে বিফলের বদনামের বোঝা বইতে বইতে বারিশালবাশী বিস্ময়বিস্ফারিত বদনে বাড়ির বাটে বেরহন।
বরিশালবাসী বুঝেনাই বিমলা বিবাহবিচ্ছেদে বিমুখ। বিধবা বিমলা বৃদ্ধ বিজয় বাবুকে বিবাহের বিনিময়ের বিলাশ বহুল বাড়ি, বিশাল বিত্ত বৈভবের বাড়বাড়ন্ত বাসনায় ব্যগ্র। বরিশালবাসী বিলম্বে বুঝিলেন বিমলার বিবাহের বিরধীতা বুদ্ধিহীনের বেহুদা বাক্য ব্যয়।
সূত্র : নিজ
ধন্যবাদান্তে - সাড়ে চুয়াত্তর
বিবাহ বিভ্রাট - ১
এ-পলাশ সে-পলাশ নহে
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৫