ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহাত্তর বছরের বয়বৃদ্ধ বিপত্নীক বিশিষ্ট বিরাট ব্যবসায়ী বিজয় বাহাদুর ব্যানার্জী বাবু “বৃদ্ধ বয়সে বিবাহের বাতিক বড়ই বিপজ্জনক” বুঝিয়াও বাইশে বৈশাখে বারোটি বিশাল বদল, বিশ বিঘা বোরোক্ষেত, বাঞ্ছারামপুরের বনেদি বাড়ি, বাবুঘাটের বিরাট ব্যবসার বিনিময়ে, বরিশাল বিভাগের বরগুনার বুড়িরচরের বাসিন্দা বাবু বিনয়বিজন বন্দ্যোপাধ্যায়ের বত্রিশ বছর বয়ষ্কা বিধবা বধূ, বৃহৎবক্ষা বিমলা বন্দ্যোপাধ্যায়কে বিনা বিবেচনায় বিনাবাক্যে বিবাহ বন্ধনে বাঁধিলেন।
বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জী বাবু বিবাহে বিপুল ব্যয়ের বাহুল্য বাধাইলেন। বিবাহে বিমলা বন্দ্যোপাধ্যায়কে বিবাহের বিনিময়ের বাইরে, বারোই বৈশাখে বাবু বাজারের বানিয়া বাড়িতে বসিয়া বহুমূল্য বাজুবন্ধ, বাহুবন্ধ, বালি, বালা, বিছা, বিছেহার, ব্রেসলেট বানাইলেন।
বিয়ে-বৌভাতের বসনাদি বিশে বৈশাখে বিখ্যাত বস্ত্র বিতান “বেনারসি বাড়িতে” বিমলাকে বসাইয়া বারাণসীর বেনারসি, বিষ্ণুপুরের বালুচরী বাদেও বাটিক, বুটিক, ব্লকের বস্ত্র বিস্তর ব্যয়ে বিমলাকে বিবাহের বকশিশ বাবদ বিতরণবাদ বিবাহের বাজারে বিরতীনেন।
বাইশে বৈশাখে বিজয় বাহাদুর ব্যানার্জী বাবু বিমলা বন্দ্যোপাধ্যায়কে বিমলা বাহাদুর ব্যানার্জী বানাইয়া, ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিখ্যাত ব্যানার্জী বাড়িতে বধূ বেশে বাসরঘরের বিছানায় বসাইলেন।
বাকি বিবরন বিজয়-বিমলার বিবাহউত্তর বাচ্চাকাচ্চার বার্তার বাঁশি বাজিলে বলিবো।
সূত্র : নিজ
ছবি তোলার স্থান : ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৮/২০১৫ ইং
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৩