
ছবি : ফেসবুক
আজ ফেসবুকে লিখেছিলাম-
নিশ্চয়ই আল্লাহ কোরবানীর পশুর ছবি ফেসবুকে দেখিতেছেন, তই সকলে কোরবানীর পশুর ছবি ফেসবুকে দিয়া আল্লাহকে কবুল করিতে অনুরোধ করিতেছেন।
এখন পর্যন্ত তিন রকম রিয়েক্ট দেখা গেছে -
- অতি অল্প পরিমান লাইক। (বেশীর ভাগ লোকেরই কথাটা পছন্দ হয় নাই।)
- কিছু সংখ্যাক সেড। (এরা অলরেডি ছবি দিয়ে ফেলেছে ফেসবুকে এবং আমি তা দেখেছি সেটাও বুঝেছে।)
- অনেকেই হা হা। (এরা প্রায় সকলেই পশু কিনে ছবি দিয়েছে ফেসবুকে।)
উনারা বেশীরভাগ লোকেই বুঝতে পারছেন না যে এই কোরবানীর পশু কিনে তার ছবি ফেসবুকে দিয়ে আলহামদুল্লিলাহ বলা আর আল্লাহকে কবুল করার অনুরোধ করার মধ্য দিয়ে তাদের কুরবানীটি রিয়া হয়ে যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য : আপনি যদি কোরবানী অপছন্দ করেন তাহলে এই পোস্ট এরিয়ে যান।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২২ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




