মা এক শব্দে পৃথিবী
জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে যার ছায়া ছাড়া এক পা হাঁটাও অসম্ভব, তিনি মা। তিনি কখনো ভোরের আলোয় ঘুম ভাঙানো স্নেহ, কখনো বিকেলের গল্পের আঙিনা, কখনো নিঃশব্দ রাতের নির্ভরতার আশ্রয়।
মা কোনো সম্পর্ক নয়, মা নিজেই একটা অনুভব নিঃস্বার্থ ভালোবাসা, নিরবিচারে দেওয়া। তার হাতের স্পর্শে যেমন সমস্ত ক্লান্তি উধাও হয়ে যায়, তেমনি তার একটি হাসিই হয়ে ওঠে দিনের সবচেয়ে মধুর মুহূর্ত।
মা দিবস আসুক বারবার, তবুও মায়ের প্রতি ভালোবাসা একদিনে আটকে থাকে না। প্রতি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে মা আছেন নীরব অথচ সবচেয়ে জোরালোভাবে।
শুভ মা দিবস!
পৃথিবীর প্রতিটা মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা আর অকুণ্ঠ ভালোবাসা।

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



