সব হত্যার বিচার চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু পুলিশের হত্যার বিচার চাওয়ার অধিকার নেই! পুলিশ কি মানুষ নয়? তারা কি কোনো মায়ের সন্তান নয়? তারা কি কোনো সন্তানের বাবা নয়? সব হত্যার বিচার কি হবে না?
সব হত্যার বিচার চাই, এটা আমাদের মৌলিক অধিকার। একজন সাধারণ মানুষ খুন হলে, আমরা সোচ্চার হই, রাস্তায় নামি, বিচার দাবি করি ঠিকই করি। কারণ, একটি প্রাণ হারানো মানে এক পৃথিবী স্বপ্নের অবসান। এক বুক মায়ের আদর, এক সন্তানের আশ্রয়, এক স্ত্রীর ভালোবাসা হারিয়ে যায় চিরতরে। কিন্তু যখন কোনো পুলিশ সদস্য খুন হয় আমরা চুপ থাকি! তখন যেন সমাজের মুখে তালা পড়ে যায়, আমাদের বিবেক ঘুমিয়ে পড়ে। তখন প্রশ্ন ওঠে পুলিশ কি মানুষ নয়? তারা কি কারো সন্তান নয়? তাদের কি কোনো পরিবার নেই যারা প্রতিদিন আতঙ্কে থাকে, তাদের ফিরিয়ে আনার অপেক্ষায় প্রহর গোনে?
পুলিশেরা তো আমাদেরই জন্য জীবন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আইন-শৃঙ্খলা রক্ষার নামে তারা নিজের জীবন বাজি রাখে। উৎসবের রাতে যখন আমরা পরিবার নিয়ে সময় কাটাই, তখন তারা ডিউটিতে। ঝড়, বৃষ্টি, তাপদাহ, হরতাল, দাঙ্গা সব সময় তারা সবার আগে ছুটে যায়। তবুও তাদের রক্ত যখন মাটিতে ঝরে, তখন যেন চারপাশে নীরবতা নেমে আসে।
কেন? https://www.facebook.com/reel/1187361772945332
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




