দেশপ্রেমের শক্তি কতটা গভীরে প্রোথিত, তা সময় হলে কঠিন জবাব দেওয়া হবে
-----------------------------------------------------------------------------------
আমাদের গৌরবোজ্জ্বল ১৯৭১ কে যারা পরিকল্পিতভাবে কলুষিত করতে চায়, ইতিহাস তাদের কোনো দিন ক্ষমা করবে না; তাদের স্থান ইতিহাসের আস্তাকুড়েই নির্ধারিত। আজ জামায়াত–বিএনপি ও তাদের আদর্শিক অনুসারীরা মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, পাকিস্তানি হানাদার ও তাদের দেশীয় দোসরদের চালানো গণহত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধকে বিকৃতভাবে “বিতর্কিত” বানাতে চায়। এটি কেবল ইতিহাস বিকৃতি নয়, এটি জাতির আত্মার ওপর সরাসরি আঘাত। যারা শহীদের রক্তের হিসাব নিয়ে তর্ক করে, তারা মূলত খুনিদের পক্ষেই দাঁড়ায়; যারা ধর্ষণকে তা দেওয়ার ধৃষ্টতা দেখায়, তারা মানবতার শত্রু। এ দেশের মাটি শহীদের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ অস্বীকার করার কোনো অধিকার কারও নেই। ইতিহাসের সত্য চাপা দেওয়া যায় না, বিক্রি করা যায় না, আর মুছে ফেলা তো নয়ই। মুক্তিযুদ্ধবিরোধী এই কুৎসিত অপপ্রচারকারীদের বিচার বাংলার মাটিতেই হবে আইনের কাঠগড়ায়, ইতিহাসের আদালতে, এবং জনগণের চূড়ান্ত রায়ে। ১৯৭১ ছিল, আছে, থাকবে সত্য হিসেবে, গৌরব হিসেবে, আমাদের অস্তিত্বের শেকড় হিসেবে। দেশপ্রেমের শক্তি কতটা গভীরে প্রোথিত, তা সময় হলে কঠিন জবাব দেওয়া হবে।

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



