গভীর রাতে ঘুম ভাঙার
পর
নিজেকে নারী হিসেবে
আবিষ্কার করেন ১৮
বছরের যুবক লাল চান।
কিছুক্ষণ পর
বুঝতে পারেন এটি স্বপ্ন
নয়, সত্যি। পুরুষের
পরিবর্তে তিনি এখন
পরিপূর্ণ নারী!
আশ্চর্যজনক এ
ঘটনাটি বগুড়ার
দুপচাঁচিয়ার
গোবিন্দপুর
ইউনিয়নে ঘটেছে।
এতে আশপাশের এলাকায়
চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে।
পুরুষ
থেকে নারীতে রূপান্তর
হওয়া বন
তেঁতুলিয়া মণ্ডলপাড়া
গ্রামের লাল চান
জানান, বুধবার
রাতে প্রতিদিনের
মতো খাওয়া-
দাওয়া শেষে তিনি
ঘুমিয়ে পড়েন। রাত
১০টা থেকে তার
শরীরে শিহরণ শুরু হয়
এবং ব্যথা অনুভব করেন।
প্রায় দুই ঘণ্টা পর
বুঝতে পারেন তিনি আর
পুরুষ নন, নারী।
সকালে তিনি তার
ভাবিকে সব খুলে বলেন।
ভাবি খালেদা আক্তার
বিষয়টি নিশ্চিত
হয়ে পরিবারের অন্য
সদস্যদের জানান। এ
ঘটনা প্রথমে পরিবার,
পরে গ্রামবাসী এবং
বেলা বাড়ার
সঙ্গে সঙ্গে এলাকায়
ছড়িয়ে পড়ে। এ
কথা শুনে হাজার হাজার
মানুষ লাল চানের
বাড়িতে ভিড় জমায়।
লাল চানের বাবা মো.
আক্কাস আলী মণ্ডল ও
মা জাহানারা বেগম
জানান, তার ৩ ছেলে ও
২ মেয়ে। এর মধ্যে লাল
চান একজন ক্ষুদ্র
ব্যবসায়ী। বেশ
কিছুদিন যাবৎ তার
দাড়ি-গোঁফ ওঠা বন্ধ
হয়ে যায় এবং চেহারার
মধ্যে একটি মেয়েলি
ভাব ফুটে ওঠে। বুধবার
সারাদিন
তিনি নিয়মিত কাজকর্ম
করেছেন। কিন্তু রাতে এ
ধরনের আকস্মিক
ঘটনা ঘটায়
তারা বিস্মিত
হয়ে পড়েছেন। এ
বিষয়ে বগুড়া শহীদ
জিয়াউর রহমান
মেডিকেল কলেজের
চিকিৎসক ডা. ইলিয়াছ
আলী, ডা. নির্মলেন্দু
চৌধুরী এবং ডা. মিন্টু
জানান,
বিষয়টি হরমনজনিত।
হরমনের কারণে অনেক
সময় এরকম দৈহিক
পরিবর্তন
হওয়া অস্বাভাবিক নয়।
সূত্র : দৈনিক মানবকণ্ঠ, শুক্রবার,২৩নভেম্বর, ২০১২।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



