আমি তাবলিগে গেলে আমার বৌ বাচ্চা কে দেখবে শুনি ! আমার ভাই বিদেশ গিয়ে ৫ বছর থাকলে আমি বলি আরো কয়েক বছর থেকে আস না কেন ? বৌয়ের কি শুধু টাকা পয়সাই লাগে ?
আমি তাবলিগে গেলে মাজারে মিলাদ পড়িয়ে গরম জিলাপি কে খাবে ?
আমি নিজের টাকা দিয়ে তাবলিগে যাব কেন ? মাজারে পড়ে থাকলে তো আরও টাকা আসে।
আমি হাদীসের সংজ্ঞাই জানিনা পীর বাবা কইছে যে যয়ীফ তাই যয়ীফ বলি।আমি তাবলিগে গেলে চোরবাটপারি কে করবে ? আমি তাবলিগে গেলে মানুষকে ধোকা দিয়ে নিজের পকেট ভারি করবে কে ? আমি তাবলিগে গেলে সমাজে ভ্রান্ত মতবাদ ছড়াবে কে ? আমি তাবলিগে গেলে মাজারে শিরকের আকড়া গড়বে কে ?
আমি তাবলিগে গেলে সুন্নত ছাড়া সুন্নি দাবি করবে কে ?
আসলে তাবলিগে গেলে মানুষ ভাল হতে চেষ্টা করে এটা আমার কাছে খারাপ লাগে। ইজতেমায় এত মানুষ জমা হয় আর আমরা টাকা পয়সা ছড়াইয়াও লাখ মানুষ জমাতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



