গত ১৬ বছরে শেখ মুজিবকে আওয়ামীলিগ সরকার দলীয় সম্পত্তিতে রুপান্তর করে। ব্রিজ থেকে শুরু করে পাব্লিক টয়লেট পর্যন্ত সব কিছুতে শেখ মুজিবের নাম দেয়া হয়। স্বপ্ন থেকে শুরু করে স্বপ্ন দোষ পর্যন্ত সব নাকি সে দেখেছে। ভয়াবহ লুটপাট, দূর্নীতি, অপশাসন সব কিছু তার নাম, তার চেতনার নামে করা হয়েছে। শেখ মুজিব হয়ে ওঠে আওয়ামী ফ্যাসিবাদের সিম্বল।
তাই জনতা সুযোগ পাওয়া মাত্রই সেই সিম্বলে আঘাত করে। এই আঘাত শেখ মুজিবের প্রতি না। এই আঘাত আওয়ামী দুঃশাসনের সিম্বলের প্রতি। ৩২ নাবারের বাড়িতেও এই কারনেই আগুন দেয়া হয়েছে।
সারা দেশ থেকেই এই সিম্বল মুছে দিতে হবে। নিলে ফ্যাসিবাদ আবার এই নামের আশ্রয়ে, এই মুর্তির নিচে জড় হয়ে জাতীর ঘারে চড়ে বসার চেষ্টা করবে।
আজ আপনারা যারা মায়া কান্না করছেন, এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ি। আপনারা যদি তাকে জাতীয় সিম্বল হিসেবে পরিচয় করিয়ে দিতেন, তবে এসব দেখতে হত না।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯