ইয়াজউদ্দিনের ছেলে ইমতিয়াজ আহমেদ কানাডা থিকা আইসা কোটিপতি হইয়া যাওয়ায় এমনকি দৈনিক পত্রিকাগুলিও ঈর্ষা করতেছে। টেকাপয়সা তো হাওয়া থিকা জন্মায় না। সকলেরই পয়সাপাতি হওনের আলাদা আলাদা গল্প আছে। কিন্তু নতুন কইরা ইয়াজউদ্দিনের ছেলের পয়সা হওয়াটা কেউ ভালো চোখে দেখতেছে না।
এমনকি প্রথম আলোতে 19 তারিখে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. শাহদীন মালিক লিখছেন "এটাকে মগের মুল্লুক আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। দিব না কস্মিনকালেও। আবার লড়াই করব।"
হায়, লড়াইটা লুটপাটের শেষ দিকে আইসা মনে হয় শুরু হইতে যাইতেছে। কোথায় 24 কোটি আর কোথায় কয় লক্ষ কয় হাজার কোটি জানি!? যাগো আছে তারা যে ধুমাইয়া সব খাইয়া ফেলতেছে তা নিয়া কোনো উচ্চবাচ্য নাই। গরীবের, দালালের, পেট ভরতে দিতে রাজি না উকিল সাহেবরা।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



