দেশের মানুষের ওপর ফরমালিনের অপব্যবহার বন্ধ করুন
ফরমালিন মানব স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকারক পদার্থ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিটি কীটনাশকের ক্রিয়া একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত থাকে। ফরমালিন ১৮৯৯ সাল হতে মৃত মানবদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে মৃত দেহ সংরক্ষণে ফরমালিনের ব্যবহার ১ শতাংশেরও অনেক কম। ল্যাবরেটরীতে প্রিজারভেটিভ হিসেবে ফরমালিন ব্যবহৃত হয়। পৃথিবীর সমস্ত রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণকারী এজেন্সি ফরমালিনকে কারসিনোজেনিক হিসাবে শ্রেনীভূক্ত করেছে। ফরমালিন সাধারণত জীববিজ্ঞানে নানান জাতীয় স্পেসিম্যান সংরক্ষণের জন্য ব্যবহার হয়। মনে রাখা দরকার, ফরমালিন জীবন রক্ষা করে না। ফরমালিন জীবনহীন বস্তুকে কিছুটা সময় তাজা রাখে।
ফরমালিনের ক্ষতিকর দিক-
মানুষ অন্ধ হয়ে যেতে পারে, পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে, হার্টকে দুর্বল করে দেয়, স্মৃতিশক্তি কমে যায়, পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার হতে পারে, ব্লাড ক্যান্সারও হতে পারে, ফরমালিন সব বয়সী মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ, কিডনি, লিভার ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট, বিকলাঙ্গতা, সন্তান প্রসবের সময় জটিলতা, বাচ্চার জন্মগত দোষত্রুটি ইত্যাদি দেখা দিতে পারে, প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে।
কিভাবে ফল ও সবজি থেকে ফর্মালিনের দূর করবেন- খাওয়ার আগে এক ঘণ্টা বা তার চেয়ে একটু বেশী সময় ফলগুলো পানিতে ডুবিয়ে রাখতে হবে, সবজি রান্না করার আগে গরম পানিতে লবণ মিশিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখুন, ১ ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফর্মালিনের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়,
গত এক সপ্তাহে ৩২ লাখ ৩১ হাজার ৪৬০ মণ ফল ধ্বংস করেছে পুলিশ। ব্যবসায়ীদের দাবি, ফলমূলে প্রাকৃতিকভাবেই ফরমালিন থাকে। বিজ্ঞান গবেষণাগার, খেলনা, আসবাবশিল্প, ট্যানারি ও মেডিকেল প্রভৃতি খাতে ব্যবহারের জন্য মোট ফরমালিনের চাহিদা ১০০ টন৷ অথচ এ দেশে মোট আমদানি করা হয় ৫০০ টন ফরমালিন৷ বাকি ৪০০ টন ফরমালিন কেন আমদানি করা হয়? সেগুলো কী কাজে ব্যবহার করা হয়? ফরমালিন মেশানোর পর শত শত টন আম জব্দ করে ধ্বংস করার মধ্যে কোনো বাহাদুরি নেই; আমে কিংবা যেকোনো খাদ্যদ্রব্যে মেশানোর জন্য ফরমালিন যেন কেউ কোনোভাবেই সংগ্রহ করতে না পারে, সেটা নিশ্চিত করাই এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ।
দেশের মানুষের ওপর ফরমালিনের অপব্যবহার বন্ধ করুন। নিজেরা ভালো থাকুন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।

ফুটবলের পাশে দাঁড়িয়েছি
আমি কোন ফুটবলার নই। যদিও ফুটবল খেলতে গিয়ে হাতের কবজি ফ্রেকচার হয়। আমি নিজেকে একজন ফুটবল সংগঠকও বলি না, যদিও ঢাকার লালমাটিয়া এলাকায় বড়... ...বাকিটুকু পড়ুন
~~~কবিতা তোমার জন্য~~~
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
আমেরিকার ভিসা নীতি ও গেঁয়ো ভুতের ভাবনা
আমেরিকার ভিসা নীতিকে কিছুটা ওদের মুখ রক্ষার চেষ্টাও বলা যেতে পারে। আওয়ামী লীগের মন্ত্রী থেকে প্রধান মন্ত্রী পর্যন্ত যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে দেখা যায় তার বিপরীতে ওদের এই পদক্ষেপকে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে নতুন করে ইসলামি পোস্টের দরকার আছে কী?
বৃহস্পতিবার শুক্রবার শনিবার ব্লগের পোস্টে রীচ কম কথাটা আংশিক সত্য হলেও পুরোপুরি নয়। যদিও পোস্ট কতবার পঠিত হয়েছে তা মোবাইল ভার্সন থেকে দেখা পর্যন্ত যায়না, পাঠক সংখ্যা দিয়ে পোস্টের... ...বাকিটুকু পড়ুন
জনগনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের... ...বাকিটুকু পড়ুন