
আপনি যদি একজন যোগ্য মানুষ হোন, সঠিক মানুষ হোন, একজন দায়িত্ববান মানুষ হোন, তাহলে আপনার শ্বশুরবাড়ি কাছে হলেও সম্মান পাবেন, দূরে হলেও সম্মান পাবেন।
আমার নিজের কথা একটু বলি-
আমি যদি শ্বশুরবাড়ি যাই, আমার শ্বশুর বাজারের ব্যাগ নিয়ে বাজারে ছোটেন। অথচ তিনি হয়তো একটু আগেই বাজার থেকে ফিরেছেন। তিনি বলেন- হ্যাঁ একটু আগে বাজারে গিয়েছি। কিন্তু সেটা জামাই বাজার না। আমি কোনো যৌতুক নিইনি। এমন কি একটা হাত ঘড়ি। গলার চেন কিচ্ছু না। আমার সব আছে। কোনো কিছুর অভাব নেই। এজন্য শ্বশুর বাড়ি গেলে সম্মান পাই। ভালোবাসা পাই। স্নেহ পাই। আর যদি আমি যৌতুক নিতাম, তাহলে শ্বশুর বাড়ি থেকে সম্মান বা খাতির কিছুই পেতাম না।
সবদিক দিয়ে আপনাকে এগিয়ে থাকতে হবে।
চাকরী বা ব্যবসা, লেখাপড়া, টাকা, আচারাচরন। আপনি যদি দিন আনাই, দিন খাই টাইপ মানুষ হোন তাহলে আপনি শ্বশুর বাড়িতে সম্মান পাবেন না। স্ত্রীকে সুখে রাখতে হবে। রানীর মতো করে রাখতে হবে। অনেক শাড়ি, গহনা কিনে দিতে হবে। দেশ বিদেশ ভ্রমন করাতে হবে। তাহলে আপনি শ্বশুর বাড়িতে খাতির পাবেন। আমি শ্বশুর বাড়ি বছরে ৩/৪ বারের বেশি যাই না। তাও কোনো না কোনো অনুষ্ঠানে। আমাকে একশ' বার করে ফোন দিয়ে আদর করে ডেকে নিয়ে যেতে হয়।
বিশেষ বিশেষ দিনে শ্বশুর বাড়িতে জামা কাপড় কিনে দিবেন।
আমের সিজনে ৫০ কেজি আম পাঠাবেন। লিচুর সিজনে ৫ শ' লিচু পাঠাবেন। এক ডজন বড় ইলিশ পাঠাবেন। শালা শালিকে শপিং এ নিয়ে যাবেন। এরকম কাজ সারা বছর জুড়েই করবেন। তাহলে শ্বশুর বাড়িতে খাতির পাবেন। আমি যা বললাম, এগুলো বাস্তব কথা। আবেগের কথা নয়। আপনার শ্বশুর বাড়ি যদি ধনীও হয় তারপরও এটা সেটা পাঠাবেন। কেউ আপনাকে এমনি এমনি খাতির যত্ন করবে না। আদর ভালোবাসা আদায় করে নিতে হয়।
খাতির এবং সম্মান এক জিনিস নয়।
খাতিরের চেয়ে সম্মান বড়। এজন্য বিয়ের সময় এক টাকাও নিবেন না যৌতূক। খাট, আলমারি, হাতঘড়ি, গলার চেন কিচ্ছু নিবেন না। নো নেভার। জোর করে দিলেও নিবেন না। সম্মানে ফিরিয়ে দিবেন। আপনি যদি পুরুষ হোন, তাহলে বাঘ এবং সিংহের মতো গর্জন করে বলবেন, যৌতুক কখনও না। নো নেভার। আর যদি আপনি বিড়াল হোন তাহলে মিউ মিউ করে সবকিছু ছোটলোকের মতো হাত পেতে নিবেন। এবং সারা জীবন শ্বশুর বাড়িতে মাথা নীচু করে থাকবেন। এবং স্ত্রীর কাছেও ছোট হয়ে থাকবেন। সমাজের কাছে ছোট হয়ে থাকবেন। নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




