আজকে সকাল বেলা ইত্তেফাক পত্রিকার আইটি পাতায় একটা ফিচার দেখলাম। "টাইম ম্যাগাজিনের চোখে সেরা 50 ওয়েবসাইট"। ফিচারটি ভাল। আমরা সেরা ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে পারছি। কিন্তু আমার একটি আফসোস হল, আমাদের দেশের পত্রিকাগুলোর চোখ নেই? তারা কি তাদের চোখ দিয়ে সেরাগুলোকে বের করতে পারেনা? বিশ্বের সেরা ওয়েবসাইট না হোক অন্তত দেশি ওয়েবসাইটগুলো সম্পর্কেও পত্রিকা বা মিডিয়াগুলোয় তেমন কোন আলোচনা-সমালোচনা থাকেনা। এরা শুধু গুগল, ইয়াহ, এমএসএন ইত্যাদি নিয়েই ব্যস্ত। তেলে মাথায় তেল দিতে সবাই ওস্তাদ।
আমি বিশ্বাস করি, আমাদের দেশেও এখন অনেক ভাল ভাল ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাই মিডিয়াগুলোরও উচিত এ বিষয়ে এগিয়ে এসে অত্যন্ত প্রচারগত সুবিধাপ্রদান করা। দুএকটি প্রেস রিলিজ ছাপানোই যথেষ্ঠ নয়। ওয়েবসাইটগুলোর উপর থাকা উচিত পত্রিকায় নিজস্ব রিভিউ। এখানে আবার সমস্যা, অনেক সময়ই এগুলো পক্ষপাতদুষ্ট হয়। তাই রিভিউটি হতে হবে নিরপেক্ষ। এতে সাধারন ভিজিটররা যেমন উপকৃত হবেন তেমনটি ডেভেলপাররও নিজেদেরকে শুধরে নিতে পারবেন। অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখিছি, পত্রিকা গুলো প্রেস রিলিজ না পাঠালে এ সম্পর্কে ছাপে না। আমার মনে হয় তাদের নিজেদেরই এ বিষয়ে এগিয়ে আসা উচিত বৃহত্তর স্বার্থে।
আমাদের দেশের যেসব ওয়েবসাইট তৈরি হয়েছে, তাদের উদ্যোক্তাদের সাথে কথা বললে বোঝা যাবে কতটা প্রতিবন্ধকতার মাঝে তাদের ওয়েবসাইটগুলো তৈরি। প্রযুক্তিগত প্রতিবন্ধকতা, আর্থিক প্রতিবন্ধকতা ইত্যাদি। আমাদের লোকাল বিজ্ঞাপন ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য। তাই বেশির ভাগ ওয়েবসাইটগুলো টিকে আছে শুধুগুগল এডসেনসের উপর ভিত্তি করে। তা না হলে অনেক আগেই উদ্যোক্তারা না খেয়ে মারা যেতেন।
এত প্রতিবন্ধকতার মাঝে যে উদ্যোগ তাকে সকলের উৎসাহ দেয়া নৈতিক এবং নাগরিক দায়িত্ব বলেই মনে করি আমি। শুধু প্রশংসা নয়, খারাপ কাজের সমালোচনাও অবশ্যই করতে হবে যাতে সংশোধিত হওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



