যাদের ইমনি ইমনি হাসি পায় তারা শুধু ঢুমারেন !!!!!!
বাকিরা নিজ দায়িত্বে এসে ঢুমারতে পারেন
যে ভুলগুলো সঠিক হয়ে যায়
¤নাপিত ভুল করলেঃ
> নতুন স্টাইল
¤রাজনীতিবিদ ভুল করলেঃ
> নতুন আইন
¤বিজ্ঞানী ভুল করলে
> নতুন উদ্ভাবন
¤দর্জি ভুল করলে
> নতুন ফ্যাশন
¤শিক্ষক ভুল করলে
> নতুন থিওরি
¤আর ছাত্ররা ভুল করলে
> এইটা আসলেই ভুল এবং শাস্তিযোগ্য অপরাধ ।
সব সময় বসকে আগে বলতে দিন
অফিসে বস আর তার ২ কর্মচারী কাজ করছে।
হটাৎ আলদিনের দৈত্য এসে হাজির হলো…বলল “তোমাদের তিনজনের ইচ্ছা কি বলো, পূরণ করা হবে।
১ম কর্মচারীঃ “আমাকে আমেরিকার ক্যাসিনোর মালিক করে দাও”
২য় কর্মচারীঃ “আমাকে পৃথিবীর সেরা সুন্দরীদের সাথে প্যারিসে পাঠিয়ে দাও”
আর বস বলল: “দুপুরের আগে গর্ধভ ২টাকে অফিসে দেখতে চাই আমার ফাইল শেষ করতে”
শিক্ষা: সবসময় বসকে আগে কথা বলতে দিতে হয়।
উল্টা দিকে গাড়ি চালানো
স্ত্রী নতুন গাড়ি চালাতে শিখেছে…
তো সে গাড়ি নিয়ে বাইরে বের হয়েছে…
স্বামী ফোন করে বলল,” সাবধানে গাড়ি চালাও। ট্রাফিক রেডিওতে শুনলাম,কে একজন নাকি Wrong Side এ গাড়ি চালাচ্ছে।”
স্ত্রীঃ “কিসের একজন???এখানে তো শত শত লোক উল্টো দিকে গাড়ি চালাচ্ছে!”
আদুরে নামে ডাকার রহস্য
৭০ বছরের এক বৃদ্ধ আরেক বৃদ্ধের বাড়িতে দাওয়াত খেতে গেলো…
সে খুবি impressed হলো যখন তার বন্ধু তার বৃদ্ধা স্ত্রীকে ‘জান’…’ময়না’ …’কলিজার টুকরা’ বলে ডাকছিল…
যাওয়ার সময় সে তার বন্ধুকে বলল, “এটা অনেক সুন্দর…বিয়ের ৪০ বছর পরেও তুমি স্ত্রীকে নাম আদর করে এত সুন্দর করে ডাকো”
বৃদ্ধ নিচু গলায় বলল, “আমার মাথা থেকে তার নাম ১০ বছর আগেই মুছে গেছে…আমি ভয়ে তার নাম টা জিজ্ঞেস করতে পারি নি…তাই এসব বলেই ডাকি”
সবগুলাই কপি পেষ্ট করা শুধু মাত্র আপনাদের আনন্দ দেয়ার জন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




