এখন আর প্রতি সকালে কেউ ফোন
করে বলবে না যে, উঠো সকাল
হয়ে গেছে তো......
এখন আর কেউ
প্রতি বিকালে দেখা না করলে ঝগড়া করবে না.....
এখন আর কেউ পড়া শেষ করেই
অনলাইনে আসতে বলবে না....
এখন আর কেউ চ্যাট
করতে করতে ঘুমিয়ে পড়লে রাগ করবে না......
কারণ এখন আর তুমি নেই আমার জীবনে....:'(
তুমি শেষ মেশ আমাকে ভুলেই গেলে…না ?!
আর আমি এ দিকে ভেবে বসে আছি তুমি মনে হয় আমার সাথে অভিমান করে আছো…
অবশ্য তোমার অভিমান এর পরিমাণ যদি বেশিইহয়…
তাহলে তাই-ই হবে হয়তো...
কিন্তু এই হয়তোর ভিতর আমি কত দিন থাকব বলতে পারো…?
আমি তো অপেক্ষাতেই আছি…
তোমার অপেক্ষায়...
আমার সকাল আসে তুমি ফিরেআসবে ভেবে...
আর রাত কেটে যায় তুমি নেই সেই যন্ত্রণায়...।।
শুধু বলবো ফিরে এসো।।
ছেলেরা ভালোবাসার অভিনয়
করতে করতে যে কখন
সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও
জানেনা ...
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন
অভিনয়
শুরু করে তারা তা নিজেও জানেনা ।
- - - সমরেশ মজুমদার ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




