এই পোস্টটি ব্লক খাওয়ার পরই লিখেছিলাম।
গত ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৩
হতে আজ ০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৪ পর্যন্ত কঠোর পরিশ্রমের পর অবশেষে আমি ব্লক খাইয়াছি।
আমি আজ সাকসেসফুল ব্লগারে পরিণত হইলাম।
আজ আমার ব্লগিং জীবনের অত্যন্ত আনন্দময় দিন।
সবাইকে ধইন্যা আমাকে সাহায্য করার জন্য।
মডুদের স্পেশাল থ্যাংকু।
সবার জন্য মিষ্টি মুখ করার আমন্ত্রণ রইল।
আপাতত এইগুলাই খান:
ব্লক পিরিয়ড শেষ হবে আবার কথা হবে।
সে পর্যন্ত বিদায়।
যাক অবশেষে ব্লক খেলাম! ইয়াহু ইয়াহু! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


