কেন এই ইট পাথরের প্রাচীরে আঠকে রেখে ছিলে আমার শৈশব?
কেন বই খাতা আর কলমের মাঝেে বেঁধে রেখেছিলে আমার শৈশব?
কেন আজ আমি তোমাদের মতো শৈশবের স্মৃতি বলতে পাড়ি না
আমার এই নতুন প্রজন্মের মাঝে?
আজ কেন আমি শৈশবহীন?
ভাবলেই খুব কান্না পায়, কাঁদতে ইচ্ছে করে।
যদি বলি তোমরা আমার শৈশব ফেরত দাও?
কি করবে তখন তোমরা?
প্রশ্ন রইলো প্রতি বাবা মায়ের বিবেকের কাছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


