১৯শে ডিসেম্বর, ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪ এর আগাম শুভেচ্ছা রইলো।
প্রতি বারের মতো এবারো সিলেটে উদযাপিত হতে যাচ্ছে বাংলা ব্লগ দিবস ২০১৪।
এই উপলক্ষে আয়োজক এবং উদযাপনকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে এক
উৎসবমুখর আনন্দের জোয়ার। যে জোয়ারে বেসে যাবে আতিতের সকল গ্লানি।
এবার ব্লগ দিবস ২০১৪ উদযাপন হবে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে।
এতে উপস্থিত থাকবেন সিলেটের সিনিয়র ব্লগারগণ সহ অসংখ্য ব্লগারগণ।
১৯ ডিসেম্বর, রোজ শুক্রবার, বিকেল ৪টায় "৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪"
উপলক্ষে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে
গঠতে যাচ্ছে এক বাংলা ব্লগার মিলন মেলা।
এই উৎসবমুখর উদযাপন সার্থক ও সফল করার লক্ষে
সিলেটের সকল ব্লগারগণ সহ সবার উপস্থিতি কামনা করছি।
ধন্যবাদঃ- জনাব মামুন রশীদ সহ সকল আয়োজকগনদের।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭