আরিফুর রহমানের/ঘনাদার সাথে ভালোই খাতির ছিলো। আড্ডাও দিছি ব্লগে তার সাথে মেলা। কিন্তু একসময় তার ধর্ম নিয়ে অতিরিক্ত বিটলামিতে বিরক্ত হয়ে যাই। তারপর থেকেই তার ট্যাগিং শুরু। প্যচালিতে যাইয়া ব্লগিং করতে বলা থেকে শুরু করে গুশেদ ডাকা, কে আমি নামের একজনরে আমার নিক বলা, সারাক্ষণ ট্যাগিং এ বিজি এই লোক।
সবচেয়ে অবাক ব্যাপার হই, তারে কিছু বললেই আরো কিছু ব্লগার তাদের গায়ে টেনে নেয় ব্যাপারটা। নাস্তিক হইলে যেনো কেউ খারাপ হইতে পারবে না। নাস্তিক হইলে পুত পবিত্র হইতে হবে। নাস্তিক হইলে কেউ কোনো দোষ করতে পারবে না।
নাস্তিক আস্তিক ব্যাপার বাদ দিয়ে একবার চিন্তা করেন সবাই, এই লোক ব্লগে কি রকম একটা ইরিটেটিং ক্যারাকটার হয়ে দাঁড়িয়েছে।
ব্লগে তো আরো নাস্তিক আছে। কই তারা তো এমন করে না।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




