আমরা চলে যাব কোন এক পাহাড়ের চুড়ায়
শিশির আর ঘাসের মতো থাকব দু'জন।
একটি তোমার জন্য,পরের টাই আমার
দুজনের রক্ত মিলিত হবে
সাদা বরফ রক্তাক্ত করে প্রথম বসন্ত আসবে ,
গ্রিষ্মের রোদে গলিত মাংস মিলিত হবে আবার,
অস্তি গুলো চিরকাল জড়িয়ে থাকবে দু'জন দু'জন কে
এমনি করে বেঁচে থাকব দু'জন দূর পাহাড়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




