দিন গুল চলে যাচ্ছে কোন ভাবে। এক অপরাধবোধ সবসময় তাড়া করে ফেরে। এই বোধ থেকে উত্তরোনের চেস্টা প্রতিনিয়ত। এই প্রচেস্টা ই কিছুটা আগিয়ে নিয়ে যাচ্ছে। নয়ত কোন কাজ ই হতো না। এর উপর নতুন করে মানসিক অত্যাচার। চলছে.... কেন ? হচ্ছে করছে জানা নেই। যে করছে সে জানে কি না তাও জানা নেই। কোন কারন নেই, কোন সমাধান নেই। এই অত্যাচার এর মাত্রা বেড়েই চলছে দিনকে দিন। কোথায় শেষ এর জানা নেই। কত দিন একান্ত অপরাধবোধ আমাকে স্বাভাবিক রাখবে ঠিক জানি না। মানুষ চাইলে ই অন্যের দুর্বলতার সুযোগ নিতে পারে। চাইলে ই এড় যেকোন ভাবে ব্যব হার করতএ পারে। যত কাছএর মানুষ, তত বেশি অপশন।
কি চায়, জানা নেই...... এই ভয়ের শেষ কোথায়। মানুষ কতটা ভয় পেতে পারে। সিনেমায় এমন দেখা যায়, আমার জীবনে কেন? আমি কি করেছে?
প্লিজ লিভ মি। অনেক কান্খিত কন্ঠ ও কত ভয়ন্কর হতে পারে.....
আমার স্বপ্ন, আমার ভালবাসা, আমার হাসি, আমার সব স্বত্তা এই ভয়ের কাছে হার মেনে গেছে, কি করবো আমি? কোথায় যাব? আমি কোথায় পালাব? কিভাবে পালাব? আমি পালাতে পারি না.....বাবা আমার আমি পালাব না, মরে গেলো ও না।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




