উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের
এখনও অগনিত জনতা কোরআনের পায়নিকো বারতা
এখনও নিরন্ন মানুষের হাহাকার
এখনও শোষিতের সুতীব্র চিৎকার
তাই জাগতে হবে জাগতে হবে
আনতে সমাজ এক আলোকের।
এখনও অসংখ্য হায়েনা রেখে যায় ধ্বংসের নমুনা
এখনও সমতা আসেনি সমাজে
এখনও দু:খের বীণ ঘরে ঘরে বাজে
তাই ভাঙ্গতে হবে ভাঙ্ঘতে হবে
মিথ্যার ভিত এই সমাজের ।
--(আমিরুল মোমেনিন মানিক)
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



