জিইসি’র মোড় থেকে রিক্সায় আসতে রিক্সাওয়ালা চাচা কহিলঃ
-জানেন মামা, এক শালার পুতরে রিসকার থেইকা খেদায়া দিছি। ঘাড় ধইরা নামাইয়া দিছি।
-ক্যান চাচা, কি করল ব্যাটা?
-হালার পুতে জামাত শিবির করে।সম্বস্যা নাই। কিন্তু রিসকায়বইসা কয়- চল্লিশ বছর পর এসব পুরান জিনিস লইয়া টানাটানি করতাছে ক্যান ?? আবার গন্ডগুল। বিচারের নামে নাকি ভালা ভালা লোকদের আটকাইয়া রাখছে।।
সাথে সাথে রিসকা থামাইয়া আমি কইছি-
...'হারামী, কুত্তা, জানোয়ার। শালা রাজাকারের বাচ্চা রাজাকার। নাম রিসকার থাইক্কা।
দিছি নামাইয়া' ।।
আনন্দে চোখে পানি আইসা গেল। চারদিকের সচেতনতা দেখে বুঝা যাচ্ছে বিচার হতেই হবে।। আর বেশি দেরি নাই !! (Copied from facebook )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



