সহিংস আক্রমনে আহত " আসিফ " । অনেক অনেক লোকের সহানুভূতি পাচ্ছে । কিন্ত ব্লগার ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী, যিনি নিজেও ইশ্বর-খোদা - ভগবান এ বিশ্বাসী না, এসময়ই পোষ্ট করলেন এমন কিছু কথা যা পাঠ করলে অনেকেই আতংকে শিউরে উঠবে।
একজন পর্ন সাইটের মালিক/এডমিন কি কোনো মহৎ কাজের সঙ্গী হতে পারেন?
ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী বলেছেন: প্রথমেই বলে রাখি - আমি একজন নাস্তিক্যবাদী এবং ফারাবী শফিউর রহমানের সঙ্গে এই পোস্টে সহমত নই। নিঃসন্দেহে কারো ওপর হামলা সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। আসিফ মহীউদ্দিনের গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে ধার্মিকদের উস্কানোও সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। সুতরাং দোষী আসিফ মহীউদ্দিন ও হামলাকারী উভয়ের। তবে আসিফ মহীঊদ্দিন শুরু না করলে এসবের কিছুই হতো না।
তাই বলা যায়, কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে যার কাজ যুক্তি দিয়ে ধর্মের সমালোচনা করা নয় বরং গালাগালি করে, আক্রমণাত্মক ও চটকদার শব্দের ব্যবহারে ধার্মিকদের মানসিকভাবে উত্তেজিত করা। আর এটি যে উগ্রবাদী আস্তিকেরাই করেছে তার কোন প্রমাণ নেই। তারপরও এটিকে পুঁজি করে আসিফ মহীউদ্দিনের তল্পিবাহকেরা তাকে বিখ্যাত করার চেষ্টা করবে। সে যেমন ধরনের ছেলে, তার সাথে তেমনই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। প্রকৃত নাস্তিক কখনো শিশুসুলভ চপলতা দেখায় না, প্রকৃত নাস্তিক কখনো গালাগালি করে না বা নিজেকে আল্লাহ বলে দাবী করে না। প্রকৃত নাস্তিক যুক্তি দিয়ে ধর্মের অসারতা প্রমাণ করে, গালাগালি করে বা সস্তা ব্যঙ্গ বিদ্রূপ করে নয় যা আসিফ মহীউদ্দিনের মজ্জাগত বৈশিষ্ট্য। এই আসিফ মহীউদ্দিন ব্লগে ফেসবুকে আমার বিভিন্ন ফেক আইডি তৈরি করে আমাকে যেভাবে মেন্টাল টর্চার করেছে, যেভাবে ঐ ফেক আইডিগুলো দিয়ে তার বন্ধুদের অ্যাড করেছে এবং গালি দিয়ে আমাকে তাদের কাছে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছে তাতে একটা কথাই বলবো - SIN CANNOT GO UNPUNISHED. বিস্তারিত - Click This Link
১) ধর্মীয় বিশ্বাসকে যুক্তি দিয়ে ভুল প্রমাণিত করা অপরাধ নয় যেটা একজন র্যাশোনালিস্ট করেন ( আমাদের দেশে র্যাশোনালিস্ট হাতে গোনা, যারা নিজেদের নাস্তিক নাস্তিক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, এরা র্যাশোনালিস্ট নন, এরা বেশিরভাগই স্রেফ অধার্মিক। র্যাশোনালিস্টের ৪টি গুণ থাকে - ১) মানবতাবাদ ২) নারী পুরুষ সমতা অর্থে নারীবাদ ৩) যুক্তিবাদ ৪) নাস্তিক্যবাদ)
২) ধর্মীয় বিশ্বাসকে গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রূপ দিয়ে আক্রমণ করা র্যাশোনালিস্টের নয় বরং সস্তা অধার্মিকের কাজ যেটি আসিফ মহীউদ্দিন করে থাকে
৩) গালাগালির জন্য শারীরিক আক্রমণ করা অসমর্থনযোগ্য কিন্তু যে গালাগালি ও ব্যঙ্গবিদ্রুপের 'সূচনা' করে, দোষ তার। কেননা সে 'উস্কে' দিয়েছে বা 'উত্তেজিত' করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। সেক্ষেত্রে দোষ আসিফ মহীউদ্দিনেরই।
৪) কুকুরকে বিরক্ত করলে কুকুর কামড়ে দেয়। আসিফ সোজা রাস্তায় হাঁটেনি, সে বাঁকা রাস্তায় হাঁটত। যুক্তি দিয়ে ভদ্র ভাষায় সমালোচনা করলে ধার্মিকেরা এত উত্তেজিত হতো না। আসিফ নিজেই বাঁকা রাস্তায় হেঁটে এসব কিছুর সুযোগ করে দিয়েছে।
৫) কোন মুক্তমনা কখনোই বলতে পারে না - 'আনাল হক। আমিই আল্লাহ।' কিংবা কারো ফেক আইডি তৈরি করে তার বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে পারে না। আসিফ তাই কোন মুক্তমনা নয় বরং 'উগ্রবাদী অধার্মিক' - তার জন্য এটাই সবচেয়ে সুপ্রযুক্ত টার্ম।
< চৌধুরী সাহেবের কথা শেষ >
ব্লগ অধুনা বিশ্বে মুক্তচিন্তা আর মতপ্রকাশের স্বাধিনতার তীর্থ! আর মুক্তচিন্তা আর মতপ্রকাশের স্বাধিনতার মূল ভিত স্হপিত যে স্তম্ভের উপর তার নাম সহনশিলতা। ভিণ্ন মতের প্রতি ভ্দ্র আচরন আর ভিন্নমতালম্বীদের প্রতি শ্রদ্ধা। মুক্তচিন্তা আর মতপ্রকাশের স্বাধীনতার জন্য চিৎকারে চিৎকারে ভোকাল কর্ড ছিড়ে ফেলা হিট ব্লগারের নির্যাতন আরেক ব্লগার ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী এর উপর , এটা কি মত প্রকাশের স্বাধীনতা ? মত প্রকাশের স্বাধীনতাই যদি হবে, কিছুটা ভিন্নমত প্রকাশের কারণে মুশফিক সাহেবকে কেন নির্যাতিত হতে হবে?? উভয়েই তো ইশ্বর অবিশ্বাসী । একজন সমকামীতাকে সমর্থন করে আরেকজন না । একজন নিজের মা বোন মেয়েকে বিয়ে বা যৌন সম্পর্ককে খারাপ কিছু মনে করেনা ! আরএক জন করে।
আরেকজন জনপ্রিয় ব্লগার, যিনিও নাস্তিক, খুলে দিয়েছিলেন ভন্ড চোরের মুখোশ ! তার ব্লগ কাপানো পোষট : ডিজিটাল বলদ নবীর তিন সফর http://www.nagorikblog.com/node/8749' target='_blank' > http://www.nagorikblog.com/node/8749
কে আক্রমণ করেছে কেন করেছে তা আমার জানা নেই, বিসয়টি সরকার ডেখবে, তবে তদন্তের আগেই এরই মাঝে একদলের শুধু " ধর্মান্ধ " গোষ্টিকে দোষারোপ করা যৌক্তিক না। এর আগেও কিছু ঘটনা ঘটেছিল !
ব্লগের মারামারি ছবির হাটে Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



