somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন না আমরা সবাই নিজেকে বিশ্লেষণ করে নিজের চরিত্র স্বীকার করি :) :)

১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন না আমরা সবাই নিজের চরিত্র বিশ্লেষণ করি......কে কেমন তা একটু ভেবে বলি:):)

আমি ভালো লাগলে সবাইকে খুশি রাখার চেষ্টা করি।
খারাপ/রাগ লাগলে মায়ের কাছে থাকি।
মানুষ হিসেবে আমি প্রচুর অলস।

এইভাবে লিখুন------

নাম---
ভালো লাগলে কি করেন?--

খারাপ/রাগ হলে কি করেন?--

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--

আসুন আমরা নিজেকে একটু বিশ্লেষণ করি।


মুভি পাগল বলেছেন:
১. ভাল লাগলে মুভি দেখি, গল্পের বই পড়ি
২. রাগ হলে একা থাকার চেষ্টা করি যাতে আমার খারাপ ব্যবহারের শিকার কেউ না হয়
৩. মানুষ হিসেবে নিজেকে ৫০-৫০ মনে করি। কারণ আমার সবকিছুই খারাপ নয় আবার সবকিছুই ভাল নয়।

নিজেকে বিশ্লেষণ করা অনেক কঠিন কাজ। কারণ, মানুষ নিজেকে মনে করে একরকম কিন্তু লোকে আবার মনে করে অন্যরকম। তাই একেকজনের দৃষ্টিভঙ্গির বিষয়।


হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: ভাল লাগলে হাসি।
খারাপ লাগলে কাঁদি। রাগ লাগলে ঘুমাই।

মানুষ হিসেবে নিজেকে "আলমের এক নং পঁচা সাবান" মনে হয়

হোসেইন ১৯৫০ বলেছেন:
মন ভালো থাকলে সবাইকে খুশি রাখার চেষ্টা করি।
খারাপ লাগলে রুমে একলা অন্ধকারে বসে থাকি ।
রাগ লাগলে চুপ করে বসে আকাশ দেখি ।

বন্ধু হতে চায় সবার


নতুন বলেছেন:
নাম--- নতুন
ভালো লাগলে কি করেন?-- সবাইকে নিয়া আনন্দে মেতে থাকি...
খারাপ/রাগ হলে কি করেন?-- গান শুনি.. (ইনিগমার)

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?-- ৯৫% সৎ এবং ভাল মানুষ মনে করি.... পারলে সবাইকে উপকার করার চেস্টা করি...কখনো ক্ষতির চিন্তা করি না

বংশী নদীর পাড়ে বলেছেন:
মন যখন ভাল থাকে তখন গান শুনতে ভাল লাগে, দূরের বন্ধুদের সাথে ফোনে ফোনে মনের কথাগুলো শেয়ার করতে আরো ভাল লাগে।
যখন মনটা খারাপ হয় বা কেউ আমাকে ব্যথা দেয় তখন একমাত্র সম্বল আমার ডায়েরি খানা, কলমের কালি আর ডায়েরির পাতা একাকার হয়ে যায়।

মানুষ হিসেবে নিজের চোখে একদম সাধারন একজন মানুষ। অন্বেষণে ফিরি .... সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে....
ভাবি একা একা..... ভুলে যেয়োনা যতদূরে আমি যাই...


এন।আই।পি বলেছেন:
ভালো লাগলে কি করেন?-- সবার সাথে হাসিখুশি থাকি।
খারাপ/রাগ হলে কি করেন?--একা থাকি, গান শুনি মন ভাল করার জন্য।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--এখনো নিজেকে জানার চেষ্টায়.........

পাপী০০৭ বলেছেন:
ভালো লাগলে একাকী হাঁটা ধরি।কোন ঘাসের পথে বসে থাকি।আর,গেটের সামনের ফাস্টফুড শপের ছোট ছেলেটার সাথে খুনসুটি করি।বন্ধুদের কে যন্ত্রণা করি।
খারাপ লাগলে বা রাগ হলে....একটার পর একটা সিগারেট টানি।জনগণ হতে দুরে থাকি।এসময় আমার মাঝে আউলা ভাব প্রবল হয়ে উঠে।

মানুষ হিসেবে নিজেকে কিছু মনে করি না।আমি মানুষ কিনা সেটাই শিউর না।মানুষ হলে চরম বেকুব টাইপের হবো।
নিজের বিশ্লেষন....কাওকে একবার ভালো লেগে গেলে এরপর সে আমার হাজার ক্ষতি করলেও ভালো লাগে।


স্বপ্নকথক বলেছেন:
নাম--- স্বপ্নকথক
ভালো লাগলে কি করেন?-- অনেক কিছুই করি।
খারাপ/রাগ হলে কি করেন?-- গিটার বাজাই, সংগ্রহের ডেথ মেটাল গুলো শুনি।

সর্বোপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?-- বহির্মুখী, আবেগ প্রবন ও একটু রগচটা।

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
ভালা লাগলে যে আসলে কি করি ঠিক কইতে পারতাছিনা। কোন কাজে সফল হইলে কখনও ডান হাত শক্ত কইরা মুষ্টিবদ্ধ কইরা বাতাসে উলটা ঘুষি মারি। বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাই। তবে ঘুমাই না। ভালো অবস্থা থাকলে আমার ঘুমে ধরে না। শক্তি বাইড়া যায়।
খারাপ লাগলে যদি সেইটা কম খারাপ হয় তাইলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি। বেশী খারাপ হইলে নিজের ভিতরেই রাখি, কাউরে বলি না।
আসলে আমি কি করি বা না করি তার সাথে ভাল লাগা বা খারাপ লাগার সম্পর্ক খুব কম মনে হয়।

নিজেরে নিয়া চিন্তা করার চেষ্টা করলাম। পারলাম না। খুব শক্ত কাজ। বুইঝা উঠতে পারতাছি না আমি আসলে কি ধরনের লোক।


অমি রহমান পিয়াল বলেছেন:
ভালো লাগলে লেখালেখি করি
খারাপ লাগলে গান শুনি

মানুষ হিসাবে আমি দোষগুনের আধার

হাসান মাহবুব বলেছেন:
ভালো লাগলে মানুষের সাথে একটু হাসিহাসিমুখে কথা বলি
খারাপ/রাগ হলে চাই যে কেউ যেন আমার কাছে না ঘেঁষে। মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করি

সর্বপরি নিজেকে মানুষ হিসেবে মৃত মনে করি


নাজমুল হক রাসেল বলেছেন:
খুব ই ইনকনসিস্টেন্ট :|:|মাঝে মধ্য মূডে থাকলে যা করি, অফ মুডেও তাই করি।

বুঝিনা।

মুরুব্বি বলেছেন:
ভাল: হাসি
খারাপ: কান্দন করি
রাগ: গাইল দেই

মানুষ: খারাপ প্রকৃতির লুক মনে হ্য়/:)


ডট কম ০০৯ বলেছেন:
আমারে এক মাইয়া কইছে আমি নাকি বহুরুপী।
বহুরুপী।
বহুরুপী।
কতাডা আমার মনে ধরছে।

রেফিন বলেছেন:
ভালো লাগলে কি করেন?-
ভালো লাগলে সেটা কখনো প্রকাশ করি না।
খারাপ/রাগ হলে কি করেন?--
এটার উত্তর খুব কমপ্লিকেটেড।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--
আমি তো মানুষ না, মানুষ হওয়ার চেষ্টা করতেছি।


মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
ভালো লাগলে কি করেন?-- এমনিতেই হাসিখুশি স্বভাবের। ভালো লাগলে আরও একটু হাসিখুশি/পাগলি হয়ে যাই আর কি। এইসময় বিভিন্ন্রকম কাজ যেগুলো খুব নিয়মিত করা হয় না (যেমন নতুন একটা ব্লগ লেখা, ডায়রী লেখা, রান্না করা, নতুন মুভি দেখা) এগুলো করি।
খারাপ/রাগ হলে কি করেন?-- বিষন্ন হয়ে যাই। অনেক অনেক বিষন্ন। খুব রাগ হলে চেষ্টা করি যার ওপর রাগটা হচ্ছে সেটা ঝেড়ে ফেলার। এটা না করার অনেক ক্ষতিকর দিক আছে বলেই এটা করি, নইলে অবশ্যই করতাম না (চেষ্টা করতাম চেপে যাওয়ার)।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?-- আহামরি কিছু না। তবে আগে আরোই ভালো ছিলাম না, এখন নিজেকে অনেকখানি রেক্টিফাই করা সম্ভব হয়েছে। আশা করি আরো ভালো হতে পারবো।:)

হেমায়েতপুরী বলেছেন:
ভালো লাগলে ভালো লাগাটুকু তুলে রাখি... প্রকাশের চেষ্টা করি।
খারাপ লাগলে চেপে যাই।

মানুষ হিসেবে আমি নিজেকে ভ্যাগাবন্ড শ্রেনীর মনে করি... নাথিং সিরিয়াস... জাস্ট ফ্লায়িং ঊইথ মাই ডেজ।


নীল-দর্পণ বলেছেন:
অল্পতেই খুশি হয়ে যাই
অল্পতেই রেগে যাই
কিছু বলার আগেই চোখ দিয়ে পানি বের হয়ে যায়
নিজেই এই আচরনের জন্য আমি ত বটেই সবাই আমার উপর বিরক্ত।

সর্বোপরি মানুষটা সুবিধার না।

করবি বলেছেন:
হুম মন ভালো থাকলেত সবই করতে ইচ্ছে করে।
দুই অবস্থাতেই গান শুনি ।
মন ভালো থাকলে সাথে সাথে নিজেও গাই।
খারাপ হলে শুধু শুনি । আর অসম্ভব রকমের চুপচাপ হয়ে যাই ।

মানুষ হিসেবে নিজেকে খুব বুদ্ধু মনে হয় ।


চিকনমিয়া বলেছেন:
বিশ্লেষণ করতাম ভালা লাগেনা, কিতা করতাম :(

বড় বিলাই বলেছেন:
ভালো লাগলে হাসি।
খারাপ লাগলেও হাসি।
রাগ লাগলে কাঁদি।

মানুষ হিসেবে বেশী বোকা আর খুব বেশী স্বার্থপর।


স্বপ্ননীল বলেছেনঃ
ভাল লাগলেঃ সেই ভাললাগাটা আশেপাশের সবার মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করি ।
খারাপ লাগলে : যদি অল্প খারাপ লাগে তাহলে খুব ক্লোজ কারোর সাথে শেয়ার করি, খুব বেশী খারাপ লাগলে একদম চুপ হয়ে যাই । পারলে সবার কাছে থেকে দুরে সরে যাই । কাউকে কাছে ঘেষতে দিই না ।
রাগ লাগলে আরও চুপ হয়ে যাই । অধিকাংশ সময় ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকি । আউটডোরে থাকলে কাগজ ছিড়ে রাগ কমানোর চেষ্টা করি ।

মানুষ হিসেবে আমাকে আমার কাছে ভালই মনে হয় । তবে অন্যরা কি মনে করে সেইটা ভালমত জানি না । সুতরাং এই প্রশ্নের উত্তর আমার জানা নাই ।

ডঃ জেকিল বলেছেন:
সবগুলোর একটাই উত্তর আমি ভন্ড


জামাল উদ্দিন বলেছেন:
আমি কেমন এ সম্পর্‌কে আমার কোন মতামত নাই , আমার বোনের চোখে বলি - আমার বোন বলে আমার মাথার সাইটের বল্টুগুলো টাইট কিন্তু মেইন কন্ট্রলার বল্টুটা নাই ...

ভাঙ্গন বলেছেন:
নাম---ভাঙ্গন
ভালো লাগলে কি করেন?--ভাল লাগলে গুনগুনিয়ে গান গাই,বন্ধুদের সাথে সময় কাটাই।

খারাপ/রাগ হলে কি করেন?--চুপ করে থাকি। রাগ হলে গোপন রাখি। মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ে।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--অগোছালো, অতি আবেগী।


রাজিব খান০০৭ বলেছেন:
নাম নিয়া তো ভাই মহা ঝামেলায় আছি।ফ্যামেলি নেম=ধ্রুব।বন্ধুমহলে=রাজীব।ব্লগ ও আত্বীয়স্বজনের কাছে=রাজিব খান।গার্লফ্রেন্ড এর কাছে=গাধা |-) এখন যেটা আপনার ভালো লাগে ঐটাই এড করে দেন।(পাঠক রাই ঠিক করবেন;);)
মন ভালো থাকলে= ঘুমাই আর খাই।
মুড অফ থাকলে= মোবাইল অফ করে হাওয়া হয়ে যায়।তবে মাসে সাধারনত একবারই তা ঘটে। ;)
মানুষ হিসেবে=বাবা মার মতে অলস নাম্বার ওয়ান।আমার মতে বইপাগল।বউয়ের মতে লুইচ্ছা |-) |-)

কুঁড়ের বাদশা বলেছেন:
ভালো লাগলে যে কাজের জন্য ভালো লাগল সেটা আরো ভালোমত করার চেষ্টা করি।
খারাপ লাগলে একা থাকার চেষ্টা করি
সর্বোপরি আমি নিজেকে একজন ভালো মানুষ মনে করি।


ইউনুস খান বলেছেন:
ভালো লাগলে সব ভালো কিছুই করার চেষ্টা করি।
খারাপ লাগলে কাছের প্রিয় তিনজন মানুষকে খুব বকাবকি করি।

মানুষের উপকার করতে খুব ইচ্ছে করে। সাধ্যমতো উপকার করিও। নিজের একটা দোষ বাদ দিলে ১০০ তে ৯৯ পাওয়ার যোগ্যতা রাখি।
কিন্তু প্রশ্ন হলো নিজের ঐ দোষটা ১০০ তে কত কেটে রাখার ক্ষমতা রাখে ;)

ঢাকাইয়া টোকাই বলেছেন:
ভালো লাগলে: আশেপাশের মানুষকে খুশি রাখার চেস্টা করি।
খারাপ লাগলে: নিজের প্রিয় মানুষকে কষ্ট দেই ইচছা করে।

মানূষকে হিসাবে নিজেকে ১০০ তে ১০০ মনে করি। নিজে যেইটা ভালো মনে করি সেইটাতেই বিশ্বাস করি, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করি। জীবনে কয়েকটা খারাপ কাজ করসি, সেগুলার জন্য আফসোস করি।


সালমান খান বলেছেন:
ভাল লাগলে বেশি কথা বলি
খারাপ লাগলে চুপ চাপ বসে থাকি
আর রাগ ঊঠলে সামনে কাঊকে পেলে ইচ্ছে মতন ঝাড়ি আর কি।

ভাবের অভাব বলেছেন:
১।ভালো লাগলে সবার সাথে প্রাণ খুলে কথা বলি।
২। খারাপ লাগলে নিজের সাথে একা একা কথা বলি।
৩। এখনও নিজেকে মনে হয় ঠিক মত চিনতে পারিনি।


এম আই এইচ রাজন বলেছেন:
ভাল লাগলে খারাপ হতে চেষ্টা করি, যাতে সব সময় ভাবতে পারি।
আর খারাপ লাগলে গান শুনে আর নাটক দেখে ভাল হতে চেষ্টা করি, যাতে করে সব সময় নিজেকে বিনোদনে মেলে দরতে পারি।
দু' টো মন্তব্য থেকে যদি কোনটা ভাল না লাগে, তাহলে ভবিষ্যৎ নিয়া ভাবি আর মোবাইলে টাকা উড়িয়ে বন্ধুদের সাথে কথা বলি এবং SMS পাঠাই।

এটাই আমার ভাবনা আর কাজ।

লেনিন বলেছেন:
আমি ভালো লাগুক বা খারাপ লাগুক সবসময়ই সবাইকে খুশি রাখতে চাই। নিজের খারাপ লাগা নিয়ে কাউকে বিব্রত করতে ঠিক পছন্দ করিনা। সাধারণত মনখুলেই কথা বলি। এবং অকপটে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানিনা তাও না।
তবে রাগ হলে সাধারণত প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ হয়ে যাই। কিন্তু যার প্রতি রাগ তাকে মুহূর্তেই আবার ক্ষমা করে দেই এমন নজীরও আছে। আদর্শগত কারণ হলে অবশ্য অন্যকথা।

সর্বোপরি নিজেকে পরোপকারি, পরহিতৈষী ইত্যাদি মনে করি এবং সৎও। আরো যা মনে করি তা এধরণের উন্মুক্ত ব্লগে প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করিনা।


মাহফুজ খান বলেছেন:
ভালো লাগলে কি করেন?-- কবিতা লিখি, গান শুনি, কাজ করি।
খারাপ/রাগ হলে কি করেন?--রাগান্বিত হই।
সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?-- খুব খারাপের চেয়ে ভালো।

কাজী দিদার বলেছেন: নাম---কাজী দিদার
ভালো লাগলে কি করেন?--কবিতা লিখি
খারাপ/রাগ হলে কি করেন?-- একা থাকি
সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--সাধারন


রাজীব বাবা বলেছেন: ১. ভাল লাগলে মুভি দেখি, গল্পের বই পড়ি,গান শুনি।
২. রাগ হলে একা থাকার চেষ্টা করি যাতে আমার খারাপ ব্যবহারের শিকার কেউ না হয়
৩. মানুষ হিসেবে নিজেকে ৫০-৫০ মনে করি

শ্রাবন এর বৃষ্টি বলেছেন:
আসলে ভাল লাগাতো অনেক ধরনের অনুভূতি থেকে আসে, তাদের প্রকাশ ভিন্ন।
... ... তবে মন ভাল থাকলে,
আনন্দ সবার সাথে শেয়ার করতে ভাল লাগে।
খারাপ -এ বন্ধুদের আড্ডার বিকল্প নেই,
রাগে মনে মনে দশটা কুৎসিত গালি দেই (ব্যস দেখি সব ঠিক),
৯৫% অলস (বাকি ৫-এ জীবিকা)


হুমায়ুন_কবির_হাকিম বলেছেন:
নাম---হুমায়ুন কবির হাকিম
ভালো লাগলে কি করেন?--খুব আড্ডা দেই, গল্প করি, হাসি।

খারাপ/রাগ হলে কি করেন?--অনেক মানুষের মাঝে চলে যাই, খোলা জায়গায় যাই, উচ্চ স্বরে গান শুনি।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--নিঃসন্দেহে ভাল মানুষ

সাব্বির হোসেন শুভ বলেছেন:
ভাল লাগলে গান শুনি, পিসি তে গেম খেলি, বন্ধুদের সাথে শেয়ার করি
খারাপ লাগলে গান শুনি, একা একা চুপচাপ থাকি রাগ লাগলে একা একা থাকার চেষ্টা করি, কখনো কখনো অন্যের উপর ঝাল মিটাই।
মানুষ হিসেবে নিজেকে .৫-৯৯.৫ মনে করি। কারণ আমার সবকিছুই খারাপ। ভালোর সংখ্যা খুব সামান্য। সবসময় চাই সবার ভালো করতে কিন্তু বেশিরভাগ সময়ই সবাই ভুল বোঝে। এজন্যই নিজেকে খুব খারাপ একজন মানুষ মনে করি।


এফ আই দীপু বলেছেন: আমি বোকা

বোবাবৃক্ষ বলেছেন:
ভালো লাগলে খাই-দাই-ফুর্তি করি, তারপরে ঘুমাই
খারাপ লাগলে বা মেজাজ খারাপ হলে আরো বেশি করে খাই-দাই-ফুর্তি করি, তারপরে ঘুমাই
মানুষ হিসেবে আমি আর দশজন ইন্ট্রোভার্ট মানুষের মতোই... একা থাকতেই ভালো লাগে... যেহেতু আসছি একা যাবও একা...

:D :D :D :D


এমডি লাভ বলেছেন:
নাম---এমডি লাভ
ভালো লাগলে -গেমস খেলি,,,
খারাপ লাগলে --গান শুনি ,,,
নিজেকে সাধারণ মানুষ হিসেবে মনে করি,,,,,

আহাসান বলেছেন:
আমার কাজ ভাল, খারাপ মুডের উপর তেমন নির্ভর করেনা
মানুষ হিসেবে আমি বোকা তো বটেই, আরও বেশি কিছু...
অসামাজিক, কারণ অনেকের মধ্যে অস্বস্থিবোধ করি, কথা বলতে পারিনা, সহজে কারো সাথে মিশতে পারিনা।
অলস, খুব বেশি খুঁতখুঁতে, আবেগী


সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
নাম-- সিষ্টেম ইন্জিনিয়ার
ভালো লাগলে : কোথাও থেকে ঘুরে আসি, গেইম খেলি, মুভি দেখি, গল্পের বই পড়ি, ব্রাউজ করি, আড্ড দেই ইত্যাদি ইত্যাদি।

খারাপ/রাগ হলে : আমি খুবই ইনর্টোভার্ট ছিলাম, খারাপ/রাগ হলে মন খারাপ করে চুপচাপ বসে থাকতাম, কারও সাথে শেয়ার করতাম না, এখন এখন অনেক অনেক উন্নতি হইছে।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে : আমি কিছুটা অলস, যেটা পরে করলেও চলবে সেটা আমি কখনও করিনা, তবে খুব প্রেসার নিতে পারি। আর আবেগীও এবং প্রিয়জনকে কেয়ার করতে পছন্দ করি।

গৌরী সেন বলেছেন:
আমি গৌরী সেন
ভালো থাকলে পোত্রিকা বড় বড় টুকরা কৈরা হেইগুলারে টেকা হিসাবে ধনী গরীব নিরবিশেষে সবাইরে দান করি
খারাপ বা রাগ লাগলে পোত্রিকা ছুটু ছুটু টুকরা কৈরা হেইগুলারে টেকা হিসাবে ধনী গরীব নিরবিশেষে সবাইরে দান করি
এক্কতায় সব সময় দান ধ্যানেই ঠাইম পাছ করি আরকি
মানুষ হিসাবে নিজেরে খুব ভালা মনে অয়, কিন্তুক মাইনষে কয় ফাগল


পাহাড়ের কান্না বলেছেন:
ভাল লাগলে- ফান ছড়া লিখি, খুব অল্প সাউন্ডে রবীন্দ্র সংগীত শুনি।
খারাপ লাগলে- ভাবের কবিতা লিখি। মেটাল টাইপ গান ফুল ভলিয়মে ছাইরা এলাকাবাসীরেও বিরক্ত করি।
মানুষ হিসেবে- যতই দিন যায় নিজেরে খারাপ মনে হয়। মনে হয় আগে বোধহয় বেশি ভাল ছিলাম। :(

মোহাম্মাদ আসিফ সূধা বলেছেন:
আসলে সত্যি বলতে কি, কখোন যে সত্যিই ভাল্লাগে এটা খুব সহজে বুঝতে পারিনা।
তবুও যখন মনে হয় ভাল আছি , তখন একটা নিরব সময় কাটাই। আগে সাধারন্ত পদ্মার ধারে গিয়ে বসে থাকতাম। এখন তো তা আর হয়ে ওঠেনা তাই, যেখানেই থাকি চুপটি করে আমার ইশ্বর কে একটু থাঙ্কস জানিয়ে দেই। ঃ) আসলে ভাল লাগার কথা বলতে বলতে ভালই লাগে, দেখেন না কেমন কথা বলতে বলতেই মনটা সবুজ হয়ে গেল।

খারাপ লাগার কথা জিজ্ঞেস করছেন তো ? প্রশ্নটা কেমন হয়ে গেল না?
আমি কিন্তু গৌতম বুদ্ধের ওই একটা কথা বিশ্বেস করি, আর যাই হোক মানব জীবনের ব্যাক গ্রাঊন্ড দুঃখ-কষ্ট-এ'সব না হয়ে যায়না।
তারপরও একান্ত উত্তর দেয়ার খাতিরেই বলছি, কই মন তো খারাপ হয় না? মাঝে মাঝে বিষন্ব হয় বটে, তখন নাটক করি, ভাল থাকার নাটক।

রাগ, তা হই বৈকি, আলবত হয়। রাগলে আমি খারাপ। আমি যতটা খারাপ তার চেয়েও বেশী। তবে রাগটা নিজের উপরেই বেশী হয়। "ভুল গুলো শুধরাতে পারিনা কেন?" তখন। আর যখন দেখি কেও খারাপ করছে তখনো রাগ হয়। একথা আর না বাড়াই, কিছু কথা নাহই ভেতরেই থাক।

আমি স্বারথপর। নিজেকে ভালবাসি। তবে এও সত্য ফুল আমার যতোটা ভাললাগার, ঠিক ততোটাই ভালবাসার। এর বেশী কোনো সত্য আমার জানা নেই।


বিষন্ন নীল বলেছেন:
ভাল লাগলে অনেক কথা বলি, প্রচুর হাসি, বেশী বেশী করে ভাল লাগার কারণটাকে মনে করি।

খারাপ লাগলে চুপ করে থাকি, কারণটা গোপন রাখি এবং হাসি মুখে কথা বলি।

নিজেকে মোটামুটি ভাল মানুষ মনে হয়। তবে চাইলে আরো ভাল হতে পারি। মাঝে মাঝে আরো ভাল হতে ইচ্ছা করে।

দুরন্ত মানুষ বলেছেন:
ভাল লাগলে সবার সাথে ভাল ব্যবহার করি।

খারাপ লাগলে কারো সাথে কথা বলি না।
সনু নিগম এর গান শুনি।

নিজেকে! নিজেকে খুবই অসহায় মনে হয়


সিরাজ বলেছেন:
ভাল লাগলে মন ফুরফুরা থাকে তাই হাসিখুশি থাকি।
খারাপ লাগলে বাসায় থাকার চেষ্টা করি ও সবার সাথে শেয়ার করে মন ভাল করি।
রাগ করলে চেষ্টা করি চেপে রাখতে। ধৈর্য্যের পরীক্ষা দেই।
মানুষ হিসাবে বেকুব (সবাই বলে) আর ভীরু প্রকৃতির

আমি এবং আঁধার বলেছেন:
ভালো লাগলে- আড্ডা দেই, অতঃপর ঘুমাই।
খারাপ লাগলে- হেভি মেটাল শুনি, অতঃপর ঘুমাই।
মানুষ হিসেবে- একজন ঘুমন্ত মানুষ।


তায়েফ আহমেদ বলেছেন:
ভালো লাগলে পড়ি, গান শুনি।
খারাপ লাগলে গান শুনি, শুয়ে থাকি।
রাগ হলে একা একা বসে থাকি।

সর্বোপরি, নিজেকে একজন ঘুমকাতুরে অদ্ভুত দ্বিচারী মানুষ বলে মনে করি।

সমুদ্র কন্যা বলেছেন:
ভাল লাগলে গান শুনি, মুভি/টিভি দেখি, অনেক বকবক করি।
খারাপ/রাগ লাগলে অফ হয়ে যাই, কারো সাথে কথা বলি না।

আর মানুষ হিসেবে.......আমি একটু বোকা-সোকা, ভাল মানুষ


সাঈদ সৌদিআরব বলেছেন:
খুবই খারাপ লাগে যখন কেউ ভুল বুঝে।
ভাল লাগে যখন কোন কাজে সফলতা আসে এবং সেই সফলতা অন্যদের সাথে শেয়ার করতে পারি।

জেরী বলেছেন:
নাম--জেরী
ভালো লাগলে কি করেন?--চুপ থাকি,কাউরে ভালোলাগার কারণটা বুঝতে দেই না
খারাপ/রাগ হলে কি করেন?--তখনো চুপ থাকি,কাউরে রাগলাগার কারণটা বুঝতে দেই না নয়তো কারো উপর রাগ হলেও একটু পরে সেটা নিজের উপর চলে আসে, তখন নিজের উপরই যত রাগ ঢালি।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--নেগেটিভ মাইন্ডের,পজেটিভ কমই চিন্তা করি। আর হ্যা আশাবাদী না মোটেই। ভাবি যখন যা হবে,হচ্ছে,হয়েছিলো,সেটাই আমার ভবিতব্য ছিলো


বাবুনি সুপ্তি বলেছেনঃ
নাম--- সুপ্তি

ভালো লাগলে কি করেন?-- ভালো লাগলে হাসি মিটিমিটি।

খারাপ/রাগ হলে কি করেন?-- মন খারাপ হলে লুকিয়ে কান্না করি/রাগ হলে ভুরু কুচকে বসে থাকি, ঝগড়াও করি, তবে খুব বেশী রাগ হলে চুপ করে থাকি।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?-- একটুতেই হতাশ হয়ে যাই। চট করে রেগে যাওয়া। আবার অল্পতেই রাগ চলে যায়। অনেক ভিতু একটা মেয়ে আমি। ফান করা পছন্দ করি না।নিজেকে এখন বাচ্চা মনে মেয়ে মনে করি।

রনি রাজশাহী বলেছেন:
ভাল লাগলে ব্লগিং করি, আম্মুর সাথে ফোনে কথা বলি, শ্রাবুর সাথে কথা বলি।

খারাপ লাগলেও ব্লগিং করি, নির্জনে বসে কাঁদি।


হাম্বা বলেছেন: ভাল লাগলে কি কারণে ভাল লাগছে সেইটা নিয়ে গভীর চিন্তার পর মনটা আবার খারাপ হয়ে যায়।

খারাপ লাগলে কি কারনে খারাপ লাগছে সেই হইল ব্যাপার,

যদি কোন মানুষের কোন কারনে খারাপ লাগে তবে, তারও খারাপ লাগানোর ব্যাপারে আদাজল খেয়ে নেমে পরি।
আর নিজের কিমবা অন্য কোন কারণে হলে সামান্য পরিমানেও পাত্তা দেই না।

নিজের মূল্যায়নে নিজের কাছে- স্কেল ৩০ থেকে ৯০ এর মধ্য উঠানামা করে।

প্লাস_মাইনাস বলেছেন: নাম--- সামনে লেখা আছে।

ভালো লাগলে কি করেন?-- প্লাস দিই :D :D

খারাপ/রাগ হলে কি করেন?-- মাইনাস X(

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?-- প্লাস_মাইনাস মিলায়েই মানুষ |-)


আমি ছাড়া সবাই ভাল বলেছেন: বিশ্লেষন কইরা যা পাইলাম তা হইতাছে ব্লগের লুলুগো লগে থাইকা থাইকা আমি এখন লুলুদের সর্দার হয়ে গেছি। :)

অপেক্ষমান বলেছেন: ভাল লাগলে কাজ করি আর না লাগলে দ্বিগুন স্পীডে কাজ করি কারন কাজ না করলে খাব কি?

খুব মন খারাপ হলে ফিক্সড ২ডা কাম করি ১) প্রথমে একটা সিগারেট খাই ২) বাইক নিয়ে পছন্দের কোন জায়গায় একটু নিরবতা পালন করে আসি।

সর্বপরি আমি একজন নিশাচর, এবং অলস কিন্তু আলসেমরি জন্য কাজগুলাকে একদম হাওয়া হতে দেইনা এইটা ভাল গুন আমার


সোমহেপি বলেছেন: ভালো থাকলে খারাপ থাকার জন্য আয়োজন করি।আবার খারাপ থাকলে ভালো থাকার প্রাণপণ চেষ্টা করি..

আকাশের তারাগুলি বলেছেন: নামে কি আর হয় বলেন।
ভালো লাগলে সব কিছু করি।

খারাপ/রাগ হলে চুপ করে থাকি, শুয়ে থাকি।

মানুষ হিসেবে, কি বলবো অফিস ফাঁকি দিয়ে ব্লগে পড়ে আছি। বুঝেন আমি কেমন?


অন্ধ আগন্তুক বলেছেন:
অন্ধ আগন্তুক

ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। খুব স্বাভাবিক বিষয়গুলোকেও অসাধারণ মনে হয়। আর মনে মনে বলি- আহ, এই তো জীবন !

রেগে গেল চুপ করে থাকি। একদম ফুল স্টপ। রাগ খুব খারাপ, যদি একবার নিয়ন্ত্রন হারাই তো ...............।

আর মন খারাপ হলে-মন খারাপ হচ্ছে এই ব্যাপারটা ভেবেই আরো মন খারাপ হতে থাকে।একটু একটু করে মন খারাপের চূড়ান্ত বিন্দু ওঠে।
তারপর সব শান্ত হয়ে মনে হয়, উহ এই কি জীবন ??


কেউ বলে শিশু, কেউ বলে শয়তান।
আর আমি হাসি, মনে মনে বলি - তাই নাকি ?

মোহাম্মদ তৌহিদুর রহমান বলেছেন: নামঃ তৌহিদুর রহমান

ভালো লাগলেঃবন্ধুদের সাথে আজাইরা গেজাই। অনেক বকবক করি, সারাক্ষন হাসি।

খারাপ লাগলেঃএকা একা থাকতে ভাল লাগে আর বিড়ি খাইতে ভালো লাগে

মেজাজ খারাপ থাকলেঃ কাউরে ইচ্ছা মত ঝারি দেই যে ঝারি খাইয়া হজম করতে পারে।
মানুষ হিসাবেঃ জটিল প্রশ্ন। মনে হয় খারাপ না।


ডেমিয়েন থর্ন বলেছেন:

মন ভালো থাকলেঃ চিল্লায়ে চিল্লায়ে গান গাই (আশেপাশের মানুষের দফারফা)

মন খারাপ থাকলেঃ ধুম মেরে বসে থাকি, আর সামু তে জোক্স আর ১৮+ খুজে খুজে পড়ি

মানুষ হিসাবেঃ চরম বান্দর, এখনো ঠিক বিবর্তন শেষ হয় নাই।


আরাফাত৫২৯ বলেছেন:

১. ভাল লাগলে মুভি দেখি, গল্পের বই পড়ি, গীটার বাজাই, গল্প-কবিতা লেখি, ক্রিয়েটভ কিছু করার চেস্টা করি।

২. রাগ হলে একা থাকি, মনে মনে যুক্তি সাজাই, কর্মপরিকল্পনা করি।

৩. মানুষ হিসেবে ভাবুক, লাজুক, অন্তমুখী।একটু অন্যরকম কারো বন্ধু হতে ভালোবাসি। মানুষ নিয়া মাথা ঘামাইনা, তাই আমিও কারো মাথা ঘামার কারণ হব এটা আশা করিনা। অভিমান করে দেশ ছেড়েছি...ফিরে যাবার তেমন ইচ্ছে নাই।



বোহেমিয়ান কথকতা বলেছেন: নাম---বাপ্পি

ভালো লাগলে কি করেন?-- হাটতে বের হই, গান শুনি

খারাপ/রাগ হলে কি করেন?--হাটতে বের হই!

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?-- খ্রাপ লুক!! B-)


তাসফিয়া বলেছেন: নাম- তাসফিয়া
ভাল লাগলে- গান শুনি , গল্প করি , গান গাই । আসলে মন ভাল থাকলে সব ই ভাল লাগে । :)
খারাপ লাগলে- চুপচাপ বসে থাকি নয়তো গান শুনি আর তা না হলে শুয়ে থাকি।
মানুষ হিসেবে- ভাল খারাপের মিশেল । :|



নূর-ই-আল-মামুন বলেছেন: নাম: মামুন
ভালো লাগলে: মামুন তুম তো জিনিয়াস হো বলে ঘুম পারতে যাই। বন্ধুদের সাথে থাকার চেষ্টা করি।
খারাপ লাগলে: চুপ করে থাকি। কথা যতটা সম্ভব কম বলার চেষ্টা করি।
মানুষ হিসেবে: মানব সমাজে চালিয়ে নেয়ার মতো


শ।মসীর বলেছেন: ভুল যে করি নাই, বা করিনা তা নয়- জীবনে বহুত ভুল করছি, কখনো আবেগের বশে, কখনো ভুল সময়ের হাত ধরে । । কিছু কিছু ভুলের জন্য মাঝে মাঝে কান্না পায়- আমার ভাবি সময়ের কাছে আসলে আমি বড্ড অসহায়- এই বলে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনি !!!

আবার খুব ভালভাবে ঠান্ডা মাথায় বিশ্লেষন করলে দেখি আমি এমন বড় কোন ভুল করি নাই বা অন্যায় যেটার জন্য নিজেকে শাস্তি দেয়া যায়, অন্তত জেনেশুনে কারো ক্ষতি করি নাই- এটা শিউর।

সবার সাথে সবসময় ভাল থাকার চেস্টা করি- যদিও এটা মাঝে মাঝে আমার খারাপ থাকার কারন হয়ে উঠে ।

মানুষের সঙ্গ খুব ভাল লাগে , নির্জনতায় ও আনন্দ খুজে পায়। মানুষের কাছে কোন প্রত্যাশা নেই, তবে ভাল লাগে মানুষকে বিশ্বাস করতে, ফলাফল যায় হউক !!!

জীবনযাপনে রক্ষনশীলতায় পছন্দ যদিও ভালবাসি মুক্ত আকাশে উড়ে বেরাতে.............

ইচ্ছে আছে অনেক কিছু.......জানিনা সময় আছে কত !!



সুরঞ্জনা বলেছেন: ভালো লাগলে অনেক কিছুই করি।
খারাপ লাগলে চুপচাপ শুয়ে-বসে থাকি।
মানুষ হিসেবে আমি চরম বোকা। গাধা মানবী। কারন আমি জগৎএর সবাইকেই খুশী করতে চাই। :(


কাঠের খাঁচা বলেছেন: মন ভাল থাকলে- মানুষ হিসেবে মোটামুটি প্রাণবন্ত মনে হয়। তাই মন ভাল থাকলে নরমালি যা করার তাই করি। হাসি ঠাট্টা, গান শোনা, মুভি দেখা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি ইত্যাদি।

মন খারাপ থাকলে- সবার মতই একটু চুপ মেরে যাই। আসে পাশের মানুষেরা সহজেই ধরে ফেলতে পারে ব্যাপারটা। মাইলের পর মাইল হাটার একটা অভ্যাস আছে মন বেশি খারাপ থাকলে বাট ইদানিং এত বেশি অলস হয়ে গেসি যে মাইলের পর মাইল হাটার ভয়ে খুব বেশি মন খারাপই করিনা। মন খারাপ থেকে উত্তরনের জন্য ব্যাপক ঘোরাঘুরি করি বন্ধুদের সাথে।

মানুষ হিসেবে- আসলে সত্য কথা বলতে কি নিজেকে সবার ভাল মানুষই মনে হয়। একসময় আমার স্বভাব এত বেশি ইরিটেটিং ছিল যে সবাই ছ্যাচড়া বলত। খুবই অদ্ভুত কারনে এখন আমার আশে পাশের সব মানুষ আমাকে অনেক বেশি ভালবাসে। আমিও আমার আশে পাশের মানুষগুলো কে অনেক বেশী ভালবাসি।

একটা জিনিস বড্ড বেশি বিশ্বাস করি। ১০০% অনেস্টি ছাড়া আর কোন উপায় নাই। ব্রেন আর স্মরণ শক্তির তীব্র ঘাটতি আছে। অনেস্টি আর হার্ডওয়ার্ক দিয়ে ওইটা পোষায় নিয়ে লাইফে শাইন করবই করব ইনশাল্লাহ এই বিষয়ে কোন সন্দেহ নাই



বৃহস্পতি বলেছেন: মন ভালো থাকলে - ঘুরে বেড়াতে ইচ্ছা হয়,ইচ্ছা হয় সেইসব স্থানে যেতে যেখানে শুধু যাওয়ার ইচ্ছা সেই ছোটবেলা থেকে।সবসময় সেইটা করা হয় না তাই মন ভালো থাকলে নিজের প্রিয় কাজগুলাই করি।

মন খারাপ থাকলে - সবার থেকে দূরে থাকি।চেষ্টা করিখুব কাছের কোন বন্ধুর সাথে মন খারাপের ব্যাপারটা শেয়ার করতে।

মানুষ হিসাবে আমি - রগচটা,অলস,খামখেয়ালি


ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: যখন ভাল লাগে, মনটা ফ্রেস ফ্রেস লাগে তখন মনে হয় দুনিয়াটা খালি আমার নিজের। কত কিছু যে করে ফেলতে ইচ্ছা করে তার কোন হিসেব নাই। মাঝে মাঝে অনেক আজব চিন্তা মাথায় আসে, এইগুলা বলা যাবে না। এমনিতে আমি সবসময় হাসি খুশি থাকি, কোন দুঃখের সংবাদ কাউকে বলার সময়ও হাসি হাসি মুখেই বলে ফেলি। :D :D

এই কারনে বন্ধুমহলে অনেক আমাকে 'সিদ্দিক' বলে ডাকে।

সব সময় আনন্দে থাকতে চেষ্টা করি বলে খারাপ খুব একটা লাগে না। তবে কখনো দুঃখ পাইলে বা, কারো উপর অভিমান করলে মুখের হাসিটা দূর হয়ে যায়। এই কারনে তখন সবার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। মাঝে একা একা দূরে কোথাও চলে যাই। আসলে যারা বেশি হাসিখুশি থাকে তাদের কাছে দুঃখ এলে সেটা অনেক বড় মনে হয়।

আমার সম্পর্কে আর কিছু মনে হয় বলার নাই। আর মানুষ হিসেবে মনে হয় খুব একটা ভাল না। এইতো আমি।



অমিত চক্রবর্তী বলেছেন: ভালো লাগলে - কত তাড়াতাড়ি খারাপ লাগানো যায় সে চেষ্টা করি ।

খারাপ লাগলে - এটা সবসময়ই লাগে তাই ওই সময় খাই , ঘুমাই মুভি দেখি , গিটার বাজাই , বই পড়ি , গান শুনি ।

রাগ লাগলে - এই টাইমটা খুবই এনজয় করি কারন রাগ লাগলে আমি লেখি ! হা হা হা

কিরকম মানুষ - যেদিন মানুষ হয়ে যাবো সেদিন বলার ইচ্ছা রাখি । (ফেসবুক হতে গৃহিত )


সাইফুল্লাহ িজপসী বলেছেন: নাম:সাইফুল্লাহ জিপসী ।
ভাল লাগলে: ফুর্তি করি । ;)
খারাপ লাগলে: হারিয়ে যাই । :-<
মানুষ হিসাবে কেউ আমাকে ভাল জানে না । :((



পুরাতন বলেছেন: নাম---পুরাতন
ভালো লাগলে কি করেন?--হাসি (অনেক সময় একা একাই)...

খারাপ/রাগ হলে কি করেন?--খারাপ লাগলে বা কারও উপর রাগ হলে চুপ করে থাকি। তার সাথে নিজে থেকে গিয়ে কথা বলিনা।

সর্বপরি আপনি নিজেকে মানুষ হিসেবে কেমন মনে করেন?--প্রচন্ড অসামাজিক, শুচিগ্রস্ত আর খানিকটা মিচকা শয়তান টাইপ ...


মাহী ফ্লোরা বলেছেন: ভাল লাগলে বেশি কথা বলি,কাওরে বলার সুযোগ দেইনা :D
মন খারাপ লাগলে চুপচাপ থাকি,বেশি খারাপ লাগলে কাঁদার অজুহাত খুঁজি,না পাইলে গান শুইনা কাঁদি। :((
মানুষ হিসেবে ভালই,একটু অহংকারীও। /:)



চতুষ্কোণ নাম: চতুষ্কোণ

ভাল লাগলে: ভাল্লাগে
খারাপ লাগলে: খারাপ লাগে
রাগ লাগলে: চুপ কৈরা থাকি

মানুষ হিসেবে কেমন কৈতাম্পারিনা। এটা মানুষেই কৈব।



বি:দ্র:এর চেয়ে বেশি আর এই একটা পেইজে আটছে না কিন্তু আশা করব যার যার বিশ্লেষন কমেন্টে থেকে যাবে :)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১২ রাত ৩:২৫
১১৩টি মন্তব্য ১১৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন‍্যায়ের বিচার হবে একদিন।

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১০



ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন

আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২২


মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন

মিশন: কাঁসার থালা–বাটি

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৭

বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৫


বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন

J K and Our liberation war১৯৭১

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯



জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন

×