যখন student ছিলাম ব্লগে আসতাম মজা নিতে
এবার প্রসঙ্গে আসি। বর্তমানে ঢাকায় একটি প্রতিষ্ঠানে ভাল (!) চাকুরি করছি। প্রতিদিন বাসা থেকে আসা-যাওয়ায় বাস ভাড়া/ রিক্সা/ সিএনজি ভাড়া/ হাল্কা নাস্তা সহ প্রায় +/-400 টাকা খরচ হয় working days are 5, so a huge amount is being spent every month, তবে সৌভাগ্য বা দুর্ভাগ্যের বিষয়
খরচের কথা চিন্তা করতে করতে ভাবছি একটা মোটরসাইকেল কিনব 100 cc র। Resale value র দিক দিয়ে bajaj discover unparalled অনেকেই বলেছে।ঢাকার ইস্কাটন, কাক্কুরাইল, বাংলামটর, মৌচাক, রামপুরার কিছু showroom এ ঘুরলাম। জীবনে ১ম একটা ইঞ্জিনচালিত দুইচাকার মেশিন কিনব, নিজের বেতনের জমানো টাকা দিয়ে।তাই market analysis এর হাল্কা চেষ্টা।
নতুন মোটরসাইকেল চালানো শিখেছি। ঢাকাতেই চালাব।আজ একটা শোরুমে গেলাম সেখানে কখনো দেখিনি বা নাম শুনিনি এমন একটা মোটরসাইকেল দেখলাম। Bike figure plus configuration পছন্দ হয়েছে। নামঃ KEEWAY (Engine Made in Italy, assembled in Bangladesh),
![]()
শোরুম ইনচার্জ তাই বলল, সাথে একটা লিফলেট ও দিয়ে দিল। ছবি দিলাম আপনাদের মূল্যবান মতামতের জন্য। 100 cc Keeway এর লাস্ট প্রাইস 1 lac 15 thousand রাখতে পারবে, মাইলেজ ৬০ কিমি/ per litre. কেউ যদি এটা চালিয়ে থাকেন বা এ related কোন experience তাহলে please share করবেন।
![]()
এই brand নাকি Bangladesh এ গত তিন বছর ধরে Bajaj এর মতই ব্যবসা করছে, শোরুম ইনচার্জ এর মতে customer complaint নাই বললেই চলে, resale value ও নাকি ভাল, তবে আমি নিজে চালানোর জন্য কিনব, বিক্রির কোন চিন্তা আপাতত নেই। ছবিতে টোটাল কনফিগারেশন দেখেন।
![]()
পরামর্শ চাচ্ছি বাজাজ কিনব নাকি এটা কিনব? বাজেট রেজিস্ট্রেশন সহ ১ লাখ ৩০/৪০ হাজার। অন্য কোন related idea ও শেয়ার করতে পারেন।
আপনাদের পরামর্শের অপেক্ষায়!
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



