দ্য সিকার । দ্য হু ।
আমি ঠিক হু এর ভক্ত বলা চলে না । এই গান আর মাই জেনারেশন খুব ভালো লাগে।
আগে গানের পোষ্ট দিতাম শুধু লিরিকস দিয়ে আর লিংক দিয়ে । এখন দিন পাল্টেছে তাই একটু ইনিয়ে বিনিয়ে কিছু বলা ।
এই গানটার সাথে আবেগের কোন সম্পর্ক নাই । তবে এটাই পাশ্চত্যের মটো । সাথে আমাদেরও মটো বটে।
গানটা তে তেমন একটা দুর্বোধ্যতা নেই । সেখানেই মনে হয় এর সৌন্দর্য ।
I won't get to get what I'm after
Till the day I die
যতদিন না মরব ততদিন খুজব । অথবা আমি মৃত্যুর আগ পর্যন্ত যা খুজছি পাবো না ।
আমাদের বাউলিয়ানা কোন ঢং বা সুর --জাতীয় কোন ভংগি নেই । জীবন বিষয়ে কাঠখোট্টা মতবাদ ।
I've looked under chairs
I've looked under tables
I've tried to find the key
To fifty million fables
They call me the Seeker
I've been searching low and high
I won't get to get what I'm after
Till the day I die
I asked Bobby Dylan
I asked the Beatles
I asked Timothy Leary
But he couldn't help me either
They call me the Seeker
I've been searching low and high
I won't get to get what I'm after
Till the day I die
People tend to hate me
'Cause I never smile
As I ransack their homes
They want to shake my hand
Focusing on nowhere
Investigating miles
I'm a seeker
I'm a really desperate man
I won't get to get what I'm after
Till the day I die
I'm looking for me
You're looking for you
We're looking at each other
But we don't know what to do
হু ছিলো ৭০ দশকের প্রভাবশালী ব্যান্ড । সেই আমলে সবই সাইকোডেলিক ছিলো । টিমোথি লিরির কথা যে বলা হলো তিনি ছিলো সাইকোডেলিক ড্রাগের উপকার বিষয়ক প্রবক্তা ।
বিটলস বা ডিলান কেউ এ প্রশ্নের উত্তর দিতে পারেন নি ।
মানুষ আসলে কি খোজে ?
খুব সাধারন একজন মানুষের কথা । কোন ধরনের দুর্বোধ্যতা নেই ।
I learned how to raise my voice in anger
Yeah, but look at my face, ain't this a smile?
I'm happy when life's good
And when it's bad I cry
I've got values but I don't know how or why
http://www.mediafire.com/file/rdbmmmlioyn/12 - The Seeker.mp3
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পিংক ফ্লয়েড -- লারনিং টু ফ্লাই
কেউ বলে গিলমোর তখন প্লেন চালানো শিখছিলেন , কেউ বলে গিলমোর তখন পিংকের লিডার হয়েছেন।
যে কারনেই হোক -- আমার কাছে এটা পিংক ফ্লয়েডের সবচে প্রিয় গানের একটা
Into the distance, a ribbon of black
stretched to the point of no turning back
a flight of fancy on a wind swept field
standing alone my senses reeled
a fatal attraction holding me fast, how
can I escape this irresistable grasp?
গানটা প্রথমবার যখন শুনি আর এই মাত্র যে শুনলাম -- অনুভুতি গুলো পার্থক্য করতে পারলাম না । মাঠের মাঝে একা দাড়িয়ে -- ঘাস গুলো সব দুলছে -- উড়ে যাওয়ার স্বপ্ন দেখি -- মাটির পৃথিবী প্রবলভাবে টানে -- কিন্তু আমিতো এখন উড়ছি।
can't keep my eyes from the circling sky
tongue-tied & twisted just an earth-bound misfit, I
ice is forming on the tips of my wings
unheeded warnings, I tought I thought of everything
no navigator to guide my way home
unladened, empty and turned to stone
আর্থবাউন্ড মিসফিট! -- অনিশ্চিত জীবনজাপন কারী মানুষের ভালো বিবরন আর এর চে কি হতে পারে ।
a soul in tension that's learning to fly
condition grounded but determined to try
can't keep my eyes from the -circling- skies
tongue-tied & twisted just an earth-bound misfit, I
একজন উড়ার স্বপ্ন দেখছে -- হয়ত সব কিছুই প্রতিকূল ।
এই লাইনটা গানটা ডিফাইন করে । অপটিমিষ্টিকদের গনসংগীত। যার উড়া সাধ হয় -- তাকে সব কিছু জয় করেই উড়তে হয় । মানুষ যখন কিছু চায় -- তা পাওয়ার সময়ের যে উৎকন্ঠা -- ব্যাকুলতার কথা উঠে এসেছে।
there's no sensation to compare with this
suspended animation, a state of bliss
can't keep my mind from the circling sky
tongue-tied & twisted just an earth-bound misfit, I
গানটা মিউজিক যে লিরিকের কতো কাছাকাছি যেতে পারে এটার উদাহরন । আমার মনে আছে -- আমি ইন্ট্রো শুনেই বুঝতে পেরেছিলাম -- মায়াবী পাখীর চকিত ডানা।
http://www.youtube.com/watch?v=xb-Nacm-pKc
http://www.mediafire.com/file/vymozmw2mvd/Pink Floyd - Learning To Fly.mp3
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Seven Nation Army - The White Stripes
এই গানটা পুরোপুরিই দূর্বোধ্য --
ট্রিভিয়াতে দেখা যায় জেক হোয়াইট -- স্যালভেশন আর্মি কে সেভেন নেশন আর্মি বলতো ।
গানটা মূলত পছন্দ ভিডিওটা আর গিটার রিফের জন্যে ।
i'm gonna fight 'em off
a seven nation army couldn't hold me back
they're gonna rip it off
taking their time right behind my back
and i'm talking to myself at night
because I can't forget
back and forth through my mind
behind a cigarette
and the message coming from my eyes
says leave it alone
Don't want to hear about it
every single one's got a story to tell
everyone knows about it
from the queen of england to the hounds of hell
and if i catch you comin' back my way
i'm gonna sell it to you
and that ain't what you want to hear
but that's what i'll do
and the feeling coming from my bones says mind your own
i'm going to wichita
far from this opera forever more
i'm gonna work the straw
make the sweat drip out of every pore
and i'm bleedin'
and i'm bleedin'
and i'm bleedin'
right before the lord
All the words are gonna bleed from me and I will THINK no more.
and the stains coming from my blood tell me go back home
গুজব আর মানুষের সীমাহীন অভিযোগের বিরুদ্ধে গিটারের চিৎকার।
দুজনের একটা ব্যান্ড এমন মিউজিক কিভাবে করে --সেটাই আজব লাগে ।
ভিডিওটা আমার দেখা শ্রেষ্ঠতম মিউজিক ভিডিওর একটা।
যারা দূর্বোধ্যতা ব্যাখা দিতে পারেন তাদের জন্য এটা একটা পাজল ।
http://www.mediafire.com/file/zndzjmiejmo/The White Strips - Seven Nations Army.mp3
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
My Own Prison - Creed
আমার কারগার। হুমমম । মানুষের নিজের পাপের ভারে যখন হাটু গেরে বসে তখন এই গানটাই গায় মনে হয় ।
আমাদের আত্মগ্লানির শাস্তি আমরা নিজেদের তৈরী কারাগারেই পাই ।
ভোকালের গলা আর লিরিকের সাথে অপূর্ব মিশ্রন ।
ক্রিডের সবচে প্রিয় গান
a court is in session, a verdict is in
no appeal on the docket today
just my own sin
the walls are cold and pale
the cage made of steel
screams fill the room
alone i drop and kneel
silence now the sound
my breath the only motion around
demons cluttering around
my face showing no emotion
shackled by my sentence
expecting no return
here there is no penance
my skin begins to burn
অন্ধকার ঘর । কবর । যন্ত্রনা ।
so i held my head up high
hiding hate that burns inside
which only fuels their selfish pride
we're all held captive
out from the sun
a sun that shines on only some
we the meek are all in one
i hear a thunder in the distance
see a vision of a cross
i feel the pain that was given
on that sad day of loss
ঘৃনাই কারো কারো খাদ্য । অন্যের ঘৃনাই তাদের হাসি।
a lion roars in the darkness only he holds the key
a light to free me from my burden and grant me life eternally
shouldve been dead
on a sunday morning
banging my head
no time for mourning
aint got no time
so i held my head up high
hiding hate that burns inside
which only fuels their selfish pride
we're all held captive
out from the sun
a sun that shines only some
we the meek are all on in one
i cry out to god seeking only his decision
gabriel stands and confirms
ive created my own prison
আমরা হয়ত অনেক আগেই মরতে পারতাম । কিন্তু এখন বেচে থেকে অপরাধ করছি । এখন আমরা স্ব স্ব কারাগারে বন্দী।
কোথায় আমাদের নির্বান ।
Click This Link - My Own Prison.mp3
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ছন্নের এই পোষ্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে ।