ইনজুরির কারণে যেসব তারকা খেলোয়াড়রা বিশ্বকাপ ফুটবল ২০১০ মিস করতে যাচ্ছেন তাদের কয়েকজনের নাম ও ছবি।
১.মাইকেল বালাক (জার্মানী): গুরুতর ইনজুরি তাই বিশ্বকাপ দল থেকেই বাহিরে জার্মান অধিনায়ক ।

২. আরিয়েন রবেন (নেদারল্যান্ডস): ইনজুরি তবে বিশ্বকাপে খেলার কিছুটা আশা আছে এই ডাচ সুপারস্টার এর।

৩. দিদিয়ের দ্রগবা (আইভরি কোস্ট): প্রথম দিকে বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন শুনা গেলেও পরবর্তীতে প্রথম ম্যাচেই ফেরার আশা করা হচ্ছে।

৪. মাইকেল এসিয়েন (ঘানা): ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না এই সুপারস্টারের।

৫. জন অবি মিকেল (নাইজেরিয়া): নিশ্চিত বিশ্বকাপে খেলতে পারবেন না, অনেক বড় ক্ষতি ই হয়ে গেল সুপার ইগলদের।

৬. রিও ফার্দিনান্ড (ইংল্যান্ড): ইনজুরি কেড়ে নিলো ইংল্যান্ড অধিনায়ক এর বিশ্বকাপ স্বপ্ন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




