যতবারই ভাবি, শেষ করবো সব মায়ার বাঁধন,
প্রতিবারই ভিন্ন মতলবে হয় তোমার আগমন।
অবাক নয়নে, হতবাক হয়ে, তাকায় তোমার দিকে,
কত সুন্দর অভিনয়ে তুমি উপস্থাপন কর নিজেকে।
.
ভুলে গিয়ে অতিত, সরল মনে বুকে লই আবার,
সরলতার প্রতিদানে বিক্ষত হৃদয়, আজ শুধু হাহাকার।
সব দেখেও চুপ মেরে চলি তোমারই সম্মানে,
তোমার মতো নির্লজ্জ, বেহায়া দ্বিতীয় আছে কিনা কে জানে!
.
তুমি দেবী, তুমি লোভী, তোমার চাওয়ার হয়না শেষ,
জীবনটা শুধু নিজ হাতে দেয়ার আছে অবশেষ।
.
১৯.০৪.২০২১ খ্রি.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


