ফরহাদ মজহার কোন ধর্মের প্রতিনিধি?
এক টাইপের মানুষ আছে খেয়াল করলে দেখবেন, এরা চায় আপনাকে তাদের মত করে চলতে বাধ্য করা,যেমন আপনি ধর্ম কতটুকু পালন করবেন,কি পোশাক পরলে আপনার জন্য ভালো হবে,পর্দা কোথায় করতে হবে কোথায় করা যাবেনা,কতটুকু করতে পারলে আপনি অসাম্প্রদায়িক, কতটুকু করলে আপনি উগ্রবাদী,গংগি হবেন,কাদের সঙ্গে মিশলে আপনি ভালো বা খারাপ,ধর্ম কই অব্দি থাকতে পারবে,কই অব্দি পারবেনা ইত্যাদি ব্যাপারগুলো ডিসাইড করতে।
৫ আগস্টের পরবর্তীতে ফরহাদ মজহারকে আমার সর্ব ধর্মের প্রতিনিধি হিসেবে মনে হয়। যা আগে বড় টিপ,জাতীয় সংগীত গেয়ে কান্না,কানেধরা পার্টির লোকেরা করতো তাদের নতুন প্রতিনিধি হিসেবে ফরহাদ মজহারকে প্রেজেন্ট করতেছে।
অন্যদিকে ফরহাদ মজহারকে মাঝেমাঝে আমার কুস্টিয়ার মাল ও মনে হয়,একই ভাবে আবার সুফিজমের বাঙ্গু ভার্সনের প্রতিনিধি ও মনে হয়। তবে আমার এইটুকু বিশ্বাস ফরহাদ মজহার 'র' এর এজেন্ট না। উনি পশ্চিমা ও ভারতীয়দের ইসলাম ধর্মের একজন প্রতিনিধি হিসেবেই গন্য করছি। একটা সেক্যুলারিজম সুফিজম ও ইসলাম ইস্কন বাউল ভিত্তিক একটা নতুন ধারার ধর্মের আবির্ভাব ঘটাতে যাচ্ছে।
এখন তোমরা ফরহাদ মজহার কে কি বলে ডাকবা? শাউয়ো??
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৭