
আপনার কি মনে হয় মাহফুজ,নাহিদ,আসিফ,বাকের এরা এত বছর ধরে উদ্যানে আড্ডা দিয়ে উদ্যানের ব্যাপারে তারা জানেনা? উদ্যান কিংবা শাহবাগের মাদকের সঙ্গে যে পুলিশ জড়িত আছে তারা জানেনা? উদ্যান ভার্সিটি এরিয়ার আওতায় পড়েনা এটা কি এরা জানেনা?
কেউ না জানলেও মাহফুজ জানে,মাহফুজ এটাও জানে শাহবাগে এটা কমন,উদ্যানে এটা কমন,সব কিছুই ছবির হাট,সবাই জানে,আর্মি জানে,ইউনুস সাহেব জানে,লীগ জানে বিম্পি জানে।
কিছু করতে পারছেনা,পারবেওনা। এই দেশে মেক্সিকোর মত মাদকের আখড়া গড়ে উঠেছে। এইগুলা কোন ছোটখাটো মাদক আখড়া না,বিলিয়ন ডলার ব্যবসা চলে এই মাদকের। জাস্ট একটু রিসার্চ করেন যে ৫ আগস্টের পরে এ যাবত অব্দি কতজন ব্যক্তি ধনি হয়ে গেলো আপনার আশেপাশের? এর মধ্যে ৫০% শুধু মাদক সিন্ডিকেট থেকে এসেছে।
উদ্যানে আড্ডা দেওয়া পীর্সাবরা জানে এই মাদক বন্ধ করলে শাহবাগ অসুস্থ হয়ে পড়বে,নিজেদেরও অনেক কিছুতে ভাটা পড়বে,অন্য এক বন্ধু এসে বলবে,মাম্মাহ একলগেই তো লিশা করলাম এখন আমারে ধরাইয়া দিলা? এইটা কোন পীর্সাবের জন্য বেটার হইবোনা। অতএব সব দোষ ভিসির উপর চাপাইয়া দেও।
ভিসির উপর প্রেসার ক্রিয়েট করলে শাহবাগ অসুস্থ হবেনা,আর ভিসির বিরুদ্ধে সবচেয়ে সহজ সুন্দর যে মব টা চালানো যাবে তা হল ভিসি ইসলামিক মাইন্টের লোক,গঙ্গিদের নামাজে দাড় করিয়ে নিজে ইমামতি করে।
ইতিমধ্যে রাজনৈতিক দল বহিরাগত নিয়ে এসে ভিসির দুই গাল খুজতেছে জুতা মারার জন্য,এই এক মর্মান্তিক ঘটনা।
আমিলিকের একটা ইস্যু,আমিলিক থাকা অবস্থায় কখনো ঢাবিতে নাকি খু/ন হয়নি এভাবে। রিন্টুর 'আমার ফাঁ/সি চাই পড়লেও তা স্পষ্ট ভাবে দেখা যায় যে ঘটনা সত্য। লীগ যখন ক্ষমতায় থাকেনা বরং তখনই এমন ঘটনা ঘটে,রিন্টুর বইতে আছে। পুলিশ দিয়ে ছাত্র হ/ত্যা করে ঢাবি ও রাষ্ট্রকে উত্তাল করে অস্থিতিশীল পরিস্থিতি দাড় করানো।
আগাগোড়া হিসেব করেল এখন অব্দি যা দাঁড়ায় তা হল,আমিলিক পলিটিস করে রাষ্ট্রকে অস্থিতিশীল কইরা দিতে চাচ্ছে,রাজনৈতিক দ্বন্দকে সেই আগের মতই জারি রাখতে চাইতেছে,ঢাবিকে কলংকিত করে শাহবাগীদের কে সুযোগ করে দিচ্ছে। এক ঢাবিতে লিক নিষিদ্ধ হইছে,পোতিশোধ হাসিনা নিবেনা??? মনে রাইখেন এইটা সেই হাসিনা,যে কিনা প/তি/তা দিয়ে এই দেশের জনগনকে চালাইছে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৫ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



