
কেউ মাইন্ট করবেন না,ব্রেইন দিয়ে পড়বেন,একটু খিলাফতের আলাপ করি...
আমাদের বাঙ্গু ক্বওমি হুজুররা কিছুদিন আগে আ/ফ/গা/নি/স্তা/ন গেলেন খিলাফতের দেশ দেখতে,কিভাবে তারা খিলাফত দিয়ে দেশ চালায়। ফিরে এসে অনেকে টকশো করলেন,অনেকে সভা সেমিনারে হম্বিতম্বি করে প্রশংসা করলেন,এবং বাঙ্গুদের কেন খিলাফত দরকার তার Chrome বিশ্লেষণ ও করে বাঙ্গুদের বুঝালেন।
সিরিয়া জয় করে জিলানিকে দেখলাম অ/স্ত্র হাতে মসজিদে ইমামতি করলেন,বাঙ্গুরা ত্বাকবীর ধ্বনীতে শেখাসিনার দেশ উত্তাল করে দিছিলো,এখন দেখি ই/জ/রা/য়ে/লে/র বড় এজেন্ট হলেন সিরিয়ার জিলানি।
আ/ফ/গা/নি/স্তা/ন জয় করেও তা/লি/বা/ন/রা খিলাফত কায়েম করলো,সর্বশেষ দেখলাম চরম উগ্রবাদ ও হিন্দুত্ববাদের মুদি সরকারের সঙ্গে জোট করেছে তারা।
মুফতি হারুন ইজহার সাহেব ও মামুনুল হক সাহেবরা বাঙ্গুদের খিলাফত উপহার দিতে চান। মডেল কি জিজ্ঞেস করলে বলবে আল্লাহর আইন কোরআন ইত্যাদি ইত্যাদি,কিন্তু সেটা ড্রাইভ করবে কিভাবে? সেটা কিভাবে হবে? এইসব তাদের জানা নাই। কিসের আদলে? কোন সংগঠন বা ঐক্যর আদলে? এসব জিজ্ঞেস করলে কুরআন দেখাইয়া দিবে,যা এবার বুঝে নে তুই এই টাইপ।
হারুন ইজহার, মামুনুল হক বা হেফাজত ইসলামের অতীত,ক্বওমি সনদ,আম্মাজান ইত্যাদি (আরো বলে খাটো করতে চাইনা) নিয়েই ছিলো,নিজেদের মধ্যে পোনাপুনিতো আছেই,এই হুজুর বলে ওয় কাফের,ওয় বলে এই কাফের,মুর্তাদ,জায়েজ নাই এরা আবার খিলাফত চালু করবে। এভাবেই ফ্যাসিনার আমল কাটিয়েছে ভাগবাটোয়ারা করে।
জামায়াতই ভালো,এইসব পোনাপুনিতে নাই,জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়,জনসমর্থন যদি খিলাফত চায় হ্যা আসবে খিলাফত সমস্যা কি? অন্যদিকে খিলাফত শিখে আসা বাঙ্গুরা যেভাবে চালাতে চায় একটা হইলো বিজ্রায়েলি পন্থায়,আরেকটা হইলো মুদিজির পন্থায়।
এজন্য এয়ারহোস্টেজের বেগানা বয়ফ্রেন্ড শেখ আবু ত্বহা আদনান বলেছিলেন,ফিতনার যুগে সব ছেড়ে একা নির্জনে বাস করতে,নিজেরা কমিউনিটি গড়ে তুলে ধর্মচর্চা করতে। আলহামদুলিল্লাহ,আমি সম্ভবত বাংলাদেশই ছেড়ে দেব। আমার ভাই খিলাফতের দরকার নাই,এই ফিতনাময় যুগে আমি সব ছেড়েছুড়ে বিদেশে গিয়ে একা নির্জনে ধর্মকর্ম করবো তাও ভালো।
আলহামদুলিল্লাহ, ইস্লামিক।।।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


