
আমরা যেদিন থেকে নীতির বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে আত্মহননের দিকে ঠেলে দিয়েছি সেদিন থেকেই আমরা হারিয়ে গেছি। সম্ভবত ঠিক এই কারণেই কোরি টেইলর তার জোর গলায় গেয়েছিলো,I'll never kill myself to save my soul.
আর কত সর্বস্ব ত্যাগ করলে আমরা করুণা পাবো?
আমরা কত কিছু হারাই,ভালোবাসা,মায়া,মোহ,সত্য,মিথ্যা এবং কি নিজের আত্মাটুকুও। আমাদের এই ত্যাগের মূল্য কি? আমরা কি এমন কিছু পাবো যা আগে কেউ কখনো পায়নি? আমাদের কি এমন কোন ভোরের অপেক্ষায় থাকা উচিত?
রুমি বলেছিলো,
'যে ত্যাগ করতে জানে সে ঈশ্বরের ভাষা বোঝে' কিন্তু ঈশ্বরের ভাষা কি? নিস্তব্ধতায় লেখা কোন ভোরের গল্প? আমরা এখন ঈশ্বরের ভাষা জানি,বুঝার চেষ্টা করি,এখানে আমাদের জন্য এমন কোন ভোর নেই,ভোরের আলো নেই। আমাদের এমন কোন পাওনা নেই যা কেবল আমরাই পাই।
আমাদেরকে ফিরে পেতে হবে নিজেদেরকে,আলো কে,ত্যাগের বিনিময়ে রুমির শেখানো পথে চলতে হবে,যে পথ শিখিয়েছে কিভাবে নিজেকে আরো বিশুদ্ধতায় রূপ দিতে হয়,কিভাবে ত্যাগের বিনিময়ে যন্ত্রণা বহন করে আলো ফোটাতে হয় অন্ধকার ঘরে,কিভাবে শূন্যতার মাঝেও মৃত্যু জীবন উপভোগ করা যায়।
অস্ত্বিত্বের চূড়ান্ত রূপ কি রুমি? শূন্যতা...
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


