
বাংলাদেশের রাজনীতিতে এক অনাড়ম্বর রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ডাক্তার শফিকুর রহমান। নরম স্বরে কথা বলা এই মানুষটা যেন শান্ত প্রকৃতির বহমান কোন নদীর মত,যে নদীর কোন কূল নেই। সাদা এপ্রোনের ভেতরে আবদ্ধ থাকা ডাক্তার শফিকুর রহমান যেন মানুষের ক্ষত সারাতে সারাতে জীবনের গভীরে থাকা এক ক্যারিশমাটিক জীবনকে আয়ত্ত করে ফেলেছেন। তাই সম্ভবত উনার চোখে কেবলই মানুষের মুখ,মানুষের কষ্ট ও মানুষের স্বপ্ন।
ডাক্তার শফিকুর রহমান জীবন সংগ্রামের একজন দৃড় মানুষ,কিন্তু সবচেয়ে বিনয়ী ও বটে। নেতৃত্বকে ক্ষমতার প্রদর্শন নয় বরং বোঝা হিসেবে তিনি মনে করেন,কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ তার থেকে অবশ্যই দায়িত্বের হিসাব নিবেন। আমরা নানান সময়ে দেখেছি,বিশেষ করে সিলেটের ভয়াবহ বন্যার সময়ে। তীব্র ঝড়ের রাতেও যেমন অভ্যন্তরীণ আলো নিভে যায়না তেমনি দুঃসময়ের ভিড়েও শফিকুর রহমানের শান্ত,সিদ্ধান্ত ও সংযত চরিত্রের বিচ্যুতি ঘটেনি। তিনি শোনেন,বুঝার চেষ্টা করেন,এবং মানুষের পাশে দাড়ান,অপ্রকাশ্যভাবে।
বাংলাদেশের এই ভয়াবহ ক্রান্তিকালে তিনি নতুন প্রজন্মের কাছে এক হিরো,জেনজি জেনারেশন দাদু বলে,সমালোচনা করে,ভালোবাসে। এসব কে তিনি কখনোই অবজ্ঞা করেননি,বরং তিনি এসবকে নিয়েই এগিয়ে নিতে চান এই দেশকে। বহু পথ,বহু মত সব কিছুর মাঝেও তিনি দাঁড়িয়ে থাকেন,শান্ত,সংযত এক বৃক্ষের মত।
তরুণ প্রজন্মের প্রথম ভোট
দাড়িপাল্লা মার্কায় হোক
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


