মানুষ হঠাত্ করে কেন এতটা অমানবিক হয়ে পড়ছে। কেন নৃশংসভাবে একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধা করছে না? সামাজিক মূল্যবোধ কি তাহলে দিন দিন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে? একজন পাগলকে শিশু চোর ভেবে অমানবিকভাবে পিটিয়ে শত শত মানুষ হত্যা করেছে। কী ভয়াবহ ঘটনা তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আইন-শৃংখলা বাহিনী পাগল মহিলাকে উদ্ধার করেও শেষরক্ষা করতে পারেনি। কিছু উগ্র মানুষ বিচার-বুদ্ধির ধারে না গিয়ে কী করে সন্দেহের বশে ছেলেধরা মনে করে এভাবে হত্যা করতে পারলো? রাষ্ট্র কী জবাব দেবে। অসহায় এবং অপ্রকৃতিস্থ একটি মানুষ জনরোষে পড়ে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে তা ভাবা যায় না। এ ঘটনায় যারা জড়িত তাদের আগে আইন-শৃংখলা বাহিনীকে খুঁজে বের করতে হবে। কেন তারা তাকে হত্যা করলো এবং পুলিশ কেন তাকে রক্ষা করতে পারলো না এটাই রাষ্ট্রের বড় ব্যর্থতা। আমরা ব্যস্ততম শহরে মাঝে মাঝে দেখি, গ্রামের কোনো সহজ সরল মানুষকে পেয়ে দুষ্কৃতকারীরা সবকিছু লুটে নিয়ে পকেটমার বলে চিত্কার করে তাকে মারধর করার পর কৌশলে সটকে পড়ছে। যখন আসল পরিচয় মেলে তখন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও আসল অপরাধীরা ততক্ষণে নিরাপদ দূরত্বে পৌঁছে যায়। তাই কোনো বিষয়ে তদন্ত না করে কাউকে হত্যা করা অনুচিত। সাভারে ডাকাত ভেবে গণপিটুনির শিকার হয়ে যে ৬ জন মানুষ মৃত্যুবরণ করলো তাদের ডাকাত সাজাতে গ্রামবাসী এবং পুলিশ চেষ্টা-তদবির কম করেনি। কিন্তু আসল তদন্তে বের হয়ে এসেছে তারা আদৌ দোষী ছিল না। ভুল বুঝে তাদের এভাবে পিটিয়ে হত্যা করেছে একদল বিবেকহীন মানুষ। তাদের যারা রক্ষা করবে সে পুলিশ বাহিনীও! এই অমানবিকতার শেষ কোথায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



