আমি আপনার পোষ্টের কোন মতামতই দেই নি, আজকে দিচ্ছি ।
যে, বকলম সাহেব উদ্যোগ এর প্রশংসা করলেও এর যোগ্য আমি নই,
যদি বলা হয়, কেন করলাম, কি জন্য করলাম?
তাহলে প্রথমেই আপন তারিক সাহেব এর ক্যাচঁক্যাচঁ
শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছিল । তারপর উনি রাগ করলেন । আসলে উনি চেয়েছিলেন উনাকে যেন আমি জামার্ন ভাষা শিখতে সাহায্য করি কিন্তু আমি এখনও বলছি, আমি জামার্ন ভাষা ভাল পারি না ।2য় তীরন্দাজ সাহেব ও সুমন চৌধুরী সাহেব এর সাথে (সে এক বিরাট ইতিহাস
)3য় সাকিব আল মাহমুদ সাহেব এর উস্কানি,
অথার্ত এই উদ্যোগটাকে আগানোর জন্য বিভিন্ন বক্তব্য ও কর্ম কান্ড হাতে নেন । আর নাহিদ সাহেব এর সেই সাথে সমথর্ন ।আর রাজীব সাহেব এর কিছুটা আগ্রহও আমাকে উস্কিয়েছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


