10 নভেম্বর(!@!11178), 2006
শুক্রবার(Freitag)
সবচেয়ে ছোট ব্লগার । না আকারে নয়
, বয়সে ।ব্লগার দিবস পালনে তেমন কোন ইচ্ছা ছিল না(তবে বিরোধীতাও করি না), তবু পালন করলাম, শতহোক ত্রিভুজের
কাজতো ।
মোটামোটি পড়লাম, শর্ত ছিল সম্পূর্ণ ব্লগ পড়ার, আমি অধের্কটার মত পড়েছি । লেখার বিশেষত্ব যদি খুজঁতেই হয়, তাহলে বেশ কয়েকটি পেয়েছি । প্রথম থেকেই লেখার টপিক না পাওয়া, ভাল না লাগা । এদিক থেকে বিবেচনা করলে, এই ব্যাপারটা আমার সাথে মিলে ।তাছাড়া কষ্টের প্রভাবও ব্লগে পাওয়া যায়, তাও আমার সাথে মিলে কিন্তু আমার প্রভাবটা কেউই বুঝে না, বুঝতে চায় না/বুঝতে পারে না কিংবা ব্যাপারটা অনেকেরই পরিলক্ষিত হয় না । তাছাড়া সবারই নিজস্ব কষ্ট আছে যা বিশেষ ব্যক্তি ব্যতীত অনুভব করে না, সে ব্যক্তি মা কিংবা পরিবারের কেউ কিংবা বন্ধু থেকে শুরু করে যে কেউ হতে পারে, এমন কি যদি অন্য প্রাণী হলেও অবাক করার কিছু নেই । কিন্তু কষ্টটা অনেকে বুঝাবার চেষ্টা করে অনেকে করে না এতটুকুই পাথর্ক্য সবার আর আমার মধ্যে আর 'এই আমি'র মধ্যে । তবে যদি কষ্টটাকে প্যাকেট এর মত খুলা হয়, তবে আস্তে আস্তে সেই কষ্টটা বিলীন হয়ে যায়ে, অনেকের মাঝে ।
আর মাত্র তো !@!11180 পা দিচ্ছে, এতে অনেক ধরনেরই আচরণ পরিলক্ষিত হতে পারে । এটা কোন ব্যাপার না । তার কল্পনার বিকশিত অংশগুলো ব্লগে ঠিকমত বিকশিত হচ্ছে না, তা তার লেখার ধরণ দেখেই বুঝা যায়, হয়ত বাংলা লেখার টাইপিং স্পিড এখনও বাড়াতে পারেনি । হয়তো অদূর ভবিষ্যতে ঠিক হয়ে যাবে ।
সাধারণত এই সময় যা হয়, স্কুল ! এই স্কুল তার জীবনের একটা সময় দখল করে নিয়েছে । যদি আরও সুন্দর করে বলা হয়, তাহলে ক্ষুদ্র জীবনের অনেক বড় অংশ দখল করেছে, যা প্রত্যেকেরই সাধারণত করে ।
আরেকট বিশেষ ব্যাপার লক্ষ্য করলাম, যদিও সবার জন্য তেমন বিশেষ না, তবুও আমার জন্য বিশেষ ।

[link|http://www.somewhereinblog.net/aiamiblog/post/15602|AvR
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



