আজকাল কিছু লোকের কথা শুনলে মনে হবে, দুনিয়াতে সব অশান্তি আর সন্ত্রাসের মূলে মুসল্মানরা, অথচ পশ্চিমা রা দুনিয়াব্যাপি যুদ্ধ আর অশান্তি করে যাচ্ছে তা তাদের চোখেই পড়েনা। পৃথিবীর শীর্ষ যুদ্ধাপরাধী,গণহত্যার কারিগর,শীর্ষ মানবাধিকার লংঘনকারী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের কথা কোন নাস্তিক কে বলতে শুনি নাই অথচ কয়েকশ বছর আগে যে নবী(স) গনহত্যা চালিয়েছিলেন তার প্রমাণ দেওয়ার জন্য তারা সব সময় ততপর। নিজেদের ভাব দেখায় চরম মানবতাবাদী হিসাবে অথচ কাউকে বলতে শুনি নাই, কাশ্মীর বা ফিলিস্তিণী দের দূর্ভোগের কথা, ভিয়েতনামে এদের বাপেরা কি করেছিল তা তারা ভুলে যায় অথচ তারা ইরানের নারী নির্যাতনের ব্যাপারে কত সরব। তাদের ভাবটা এমন মুস্লিম রাই সন্ত্রাসী আর অত্যাচারী, আর পশ্চিমারা চরম সভ্য জাতি। এরা মুসল্মান্দের সাথে অদের তুলনা দেয়, বলে দেখ এরা সেকুলার এরা কত ভাল কত সভ্য! এরাকি ইরাকের লাখ লাখ নিহত শিশু আর মহিলার কথা ভুলে যায় বা আবু গরিব বা গুয়ান্তানামো??
আর্ন্তজাতিক বিষয় গুলা বাদ দিলাম, দেশের অবস্থা যে এত খারাপ সে সব ইস্যু নিয়ে এদের কারো তেমন কোন মাথা ব্যাথা নেই। কেউ ধর্ম নিয়ে পোস্ট দিলে ঘেউ ঘেউ করে এসে পড়ে কমেন্ট দেওয়ার জন্য, কিন্তু কেউ যদি বলে টিপাইমুখ বা দেশের কোন ইস্যুর কথা তাও তাদের খুজে পাওয়া যায় না। হিপক্রেটস।
এরকম মানবতাবাদীদের কি করা উচিত? সব গুলোকে ঠিক মত জুতা দেওয়া গেলে খুব ভাল হইত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




