চাইলেই সুখী হওয়া যয় না দুঃখে অনেকেই হাসে, সুখ আসবে,
আত্মশোধন করতে পারলে দুখেরনিশি সুখের ঊষকালে পোহাবে।
মনানন্দে পরোপকার করলে উপকারের ভাগ তোমারই থাকবে,
পরের সুখে নন্দিত হলে শিমুলের তুলার মত মন সুখে উড়বে।
আপন বলে কত জনের আপন হলে একদিন সব পর হয়ে যাবে,
সত্য মনে ভালোবেসে থাকলে প্রতিদান তুমি মৃত্যুর পর পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




